বিনোদন ডেস্ক : ‘বন্ধুরে’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন সংগীতাঙ্গনের অন্যতম সফল জুটি হাবিব-ন্যানসি। গত বছর একাই গেয়ে গানটি প্রকাশ করেছেন হাবিব। এবার সেটিতে যুক্ত হলেন ন্যানসি, সঙ্গে নতুন সংগীতায়োজন।
জানা গেছে, গানটি ইউটিউবে উন্মুক্ত হচ্ছে শোনিবার (১ মে) রাত ৮টায় হাবিবের ইউটিউব চ্যানেলে। গানটি রেকর্ড হলো ২৯ এপ্রিল। লিখেছেন আলী বাকের জিকো। সুর-সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
গানটি ঐতিহাসিক মে দিবসে (১ মে) মুক্তি পেলেও এর সঙ্গে শ্রমিক বা শ্রম-জীবনের কোনও সংশ্লিষ্টতা নেই। নিখাদ প্রেমময় বন্ধুত্বের গান এটি। গানটি এমন দিনে প্রকাশের তেমন কোনও উদ্দেশ্য নেই। লক্ষ্য একটাই, ঈদ উপলক্ষে দু’জনার একটি গান প্রকাশ করা।
গানটি প্রসঙ্গে হাবিব বললেন, মে দিবসে গান প্রকাশের বিষয়টি আসলে কাকতাল ছাড়া আর কিছু নয়। গত বৃহস্পতিবার গান রেকর্ড করেছি। আজ শনিবার সবাইকে শোনাবো। এটুকুই।
এক বছরের মাথায় একক গানটিতে ন্যানসিকে যুক্ত করার কারণ প্রসঙ্গে হাবিব বলেন, গত বছর গানটি আমি একা করেছিলাম। এবার নতুন করে গাওয়ার পাশাপাশি সম্পূর্ণ নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছি। আমি মনে করি একক গানটি পূর্ণতা পেয়েছে এবারের ডুয়েট ভার্সনে।
ন্যানসি বলেন, আমি জানি আমাদের নতুন গান শোনার জন্য অসংখ্য মানুষ সব সময় অপেক্ষায় থাকেন। যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য এটা সুখবর। শনিবার রাত ৮টায় গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আশা করছি এই গানটিও আপনাদের মন জয় করতে সমর্থ হবে।
উল্লেখ্য, গেলো দুই দশকের সবচেয়ে সফল সংগীত জুটি হাবিব-ন্যানসি। চলচ্চিত্র আর অডিও, দুটো মাধ্যমেই একসঙ্গে সমান সফল তারা। সর্বশেষ গত বছর ‘ঝরা পাতা’ ও ‘তুমি যে আমার ঠিকানা’ গান দুটি নতুন সংগীতায়োজনে গেয়ে আলোচনায় আসেন দু’জনে।
বিজনেস আওয়ার/০১ মে, ২০২১/এ