ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই : ববি

  • পোস্ট হয়েছে : ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • 37

বিনোদন ডেস্ক : করোনা কারণে আটকে গেছে জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির চারটি সিনেমা। এই সময়টার তার এই সিনেমাগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার লকডাউনে ঘরবন্দি অভিনেত্রী। আর এই সময়টায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। রাখছেন রোজা, করছেন ধর্মকর্ম।

ববি বলেন, আমি যদি বলি মানুষের জন্য কাজ করছি, তাহলে শুনতে কেমন যেন লাগে। বলতে পারেন আমি এসব নিজের আত্মতৃপ্তির জন্য। প্রতিদিন অন্তত একজনকে ইফতার করান, দেখবেন তাতে যে আনন্দ তা টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই!

জীবনের প্রথম রোজা রাখার স্মৃতিও রোমন্থন করেন এই অভিনেত্রী, আমি ছোটবেলা থেকেই রোজা রাখি। প্রথম রোজা রাখি ক্লাস ওয়ান বা টুয়ের প্রথম দিকে। তখন গরমের দিন ছিল। বারবার পানি খেতে চাইছিলাম। প্রথম রোজা রেখে কষ্ট হলেও ইফতার করার সময়টা ছিল দারুণ আনন্দের৷

উল্লেখ্য, এই সময়ে ববির মোট ৪টি সিনেমার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা মহামারির কারণে সব স্থবির হয়ে গেছে। ববি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরও এই সময়টায় তিনি নিয়মিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নানাভাবে সাহায্য করছেন।

বিজনেস আওয়ার/০১ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই : ববি

পোস্ট হয়েছে : ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১

বিনোদন ডেস্ক : করোনা কারণে আটকে গেছে জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির চারটি সিনেমা। এই সময়টার তার এই সিনেমাগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার লকডাউনে ঘরবন্দি অভিনেত্রী। আর এই সময়টায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। রাখছেন রোজা, করছেন ধর্মকর্ম।

ববি বলেন, আমি যদি বলি মানুষের জন্য কাজ করছি, তাহলে শুনতে কেমন যেন লাগে। বলতে পারেন আমি এসব নিজের আত্মতৃপ্তির জন্য। প্রতিদিন অন্তত একজনকে ইফতার করান, দেখবেন তাতে যে আনন্দ তা টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই মানুষের পাশে থাকার চেয়ে আনন্দের কিছু নেই!

জীবনের প্রথম রোজা রাখার স্মৃতিও রোমন্থন করেন এই অভিনেত্রী, আমি ছোটবেলা থেকেই রোজা রাখি। প্রথম রোজা রাখি ক্লাস ওয়ান বা টুয়ের প্রথম দিকে। তখন গরমের দিন ছিল। বারবার পানি খেতে চাইছিলাম। প্রথম রোজা রেখে কষ্ট হলেও ইফতার করার সময়টা ছিল দারুণ আনন্দের৷

উল্লেখ্য, এই সময়ে ববির মোট ৪টি সিনেমার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা মহামারির কারণে সব স্থবির হয়ে গেছে। ববি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরও এই সময়টায় তিনি নিয়মিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, নানাভাবে সাহায্য করছেন।

বিজনেস আওয়ার/০১ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: