ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর ১ পয়েন্ট পেলেই সিরি আ’ চ্যাম্পিয়ন ইন্টার

  • পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • 38

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ’র শিরোপা জেতার একদম পৌঁছে গেছে ইন্টার মিলান। লিগের বাকি থাকা চার ম্যাচে আর মাত্র ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। শনিবার রাতে ক্রোতোনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শিরোপা স্বপ্ন আরও শক্ত করেছে অ্যান্তনিও কন্তের দল।

প্রতিপক্ষের মাঠে একের পর এক আক্রমণ চালিয়েছে ইন্টার। কিন্তু গোল তারা পায়নি। প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন। এরপর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্কোরশিটে নাম তোলেন আশরাফ হাকিমি। যার সুবাদে ২-০ গোলের জয় পায় ইন্টার।

এ জয়ে ৩৪ ম্যাচ শেষে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার। দুইয়ে থাকা এসি মিলানের সংগ্রহ ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট। তিন নম্বরে থাকা আটলান্টার তাদের ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট। সিরি আ’র টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন পাঁচ নম্বরে।

বিজনেস আওয়ার/০২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর ১ পয়েন্ট পেলেই সিরি আ’ চ্যাম্পিয়ন ইন্টার

পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ’র শিরোপা জেতার একদম পৌঁছে গেছে ইন্টার মিলান। লিগের বাকি থাকা চার ম্যাচে আর মাত্র ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। শনিবার রাতে ক্রোতোনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শিরোপা স্বপ্ন আরও শক্ত করেছে অ্যান্তনিও কন্তের দল।

প্রতিপক্ষের মাঠে একের পর এক আক্রমণ চালিয়েছে ইন্টার। কিন্তু গোল তারা পায়নি। প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন। এরপর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্কোরশিটে নাম তোলেন আশরাফ হাকিমি। যার সুবাদে ২-০ গোলের জয় পায় ইন্টার।

এ জয়ে ৩৪ ম্যাচ শেষে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার। দুইয়ে থাকা এসি মিলানের সংগ্রহ ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট। তিন নম্বরে থাকা আটলান্টার তাদের ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট। সিরি আ’র টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন পাঁচ নম্বরে।

বিজনেস আওয়ার/০২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: