বিনোদন ডেস্ক : সবাইকে করোনা ভাইরাসের টিকা নিতে উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, টিকা জীবন বাঁচায়। আপনার সন্তানদের টিকা সময়মতো দিন আর অন্যদেরও উৎসাহিত করুন। পুরো পৃথিবীর শিশুদের কাছে টিকা পৌঁছে যাক।
ফেসবুক পোস্ট আরিফিন শুভকে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানালেও তিনি নিজেই এখনও করোনা ভাইরাসের টিকা নিতে পারেননি। শুধু তাই নয় তার মা-ও টিকা নিতে পারেননি।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, টিকা নেয়া তো দূরে থাক এখনও রেজিস্ট্রেশনই করতে পারিনি। আমার মা–ও টিকা নিতে পারেননি। মায়ের রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু কবে টিকা নিতে যাবেন, সেই বার্তা আসেনি। সব মিলিয়ে খুব ভয়ে ভয়ে আছি। আমার কিছু হলে, করোনা হয়ে গেলে ছবিগুলোর কী হবে?’
ঈদের পরপরই মে মাসে শুরু হবে রায়হান রাফি পরিচালিত ‘নূর’ ছবির শুটিং। আর সেপ্টেম্বরে দেশে হবে বঙ্গবন্ধুর বায়োপিকের বাকি অংশের শুটিং। আর মুক্তির অপেক্ষায় রয়েছে আরিফিন শুভ অভিনীত অ্যাকশনধর্মী ছবি ‘মিশন এক্সট্রিম’।
বিজনেস আওয়ার/০২ মে, ২০২১/এ