ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘থলে’ নামে ইকমার্সের প্রতারনার নতুন কৌশল

  • পোস্ট হয়েছে : ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • 1

ই-কমার্সের আড়ালে প্রতারনার নতুন কৌশল অবলম্বন করছে নতুন একটি ইকমার্স Tholay.xyz. এরা তাদের অফিসিয়াল পেজ ও অফিসিয়াল গ্রুপে ডাবল টাকার ভাউচার নিয়ে প্রমোশন করতেছে। সাধারণত বর্তমানে কাস্টমারদের টার্গেট করে অফিসিয়াল পেজে ঘোষনা দিচ্ছে মাত্র ২ মাসে তাদের ইকমার্সে যতটাকা পে করা হবে তার বিপরীতে ডাবল টাকা ফেরত দেওয়া হবে যা আপনি পেমেন্ট করার পরপরই তাদের থেকে ৬০দিন পরের চেক গ্রহণ করতে পারবেন যা ই-কমার্সের মূলনীতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক । সাধারনত কাস্টমারকে আকৃষ্ট করার জন্য তারা গ্রুপে বিভিন্ন ভূয়া চেকের ছবি সহ রিভিউ দিচ্ছে যার কোন সত্যাতা খুজে পাওয়া যায় নি। ইতিমধ্যে তাদের পেজ ঘুরলে দেখা যাচ্ছে অনেক ভুক্তভোগী অভিযোগ করছেন। তারা আগের ওডারকৃত প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেই না। তারসাথে নতুন ক্যাম্পিন ডাবল টাকা ভাউচার নামে অফার রানিং করেছে। এবং তারা অফিসিয়াল ভাবে ঘোষনা করেছে “কেউ যদি ডাবল টাকা ভাউচার এর প্রোডাক্ট কিনতে না চান তারা উক্ত ইকমার্সের কাছে নাকি সেল করতে পারবে “। থলের CEO সাকিব ওনি বেশ কিছু দিন আগে প্রতারণার অভিযোগে আইন প্রণয়ন কারি সংস্থার নিকট আটক হয়েছিলেন।

দেশে এখনও ই-কমার্স নিয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এই ধরনের যেকোনো প্রতারণা থেকে বাচতে হলে প্রয়োজন কাস্টমারদের সতর্কতা ও যাচাই বাছাই করে কেনাকাটা করার মানসিকতা। তাই ইকমার্স ইন্ডাস্ট্রিতে বড় ধরনের স্ক্যাম হওয়ার পূর্বেই এদের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্হা নেওয়া হোক।
একাধিকবার ফোন দিয়েও কেউ ফোন ধরেনি।

এদিকে তাদের সিও সাকিব সাহেবকে আমরা একাধিকবার তার ব্যক্তিগত ফোনে ফোন দি কিন্তু ফোন ধরেননি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘থলে’ নামে ইকমার্সের প্রতারনার নতুন কৌশল

পোস্ট হয়েছে : ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১

ই-কমার্সের আড়ালে প্রতারনার নতুন কৌশল অবলম্বন করছে নতুন একটি ইকমার্স Tholay.xyz. এরা তাদের অফিসিয়াল পেজ ও অফিসিয়াল গ্রুপে ডাবল টাকার ভাউচার নিয়ে প্রমোশন করতেছে। সাধারণত বর্তমানে কাস্টমারদের টার্গেট করে অফিসিয়াল পেজে ঘোষনা দিচ্ছে মাত্র ২ মাসে তাদের ইকমার্সে যতটাকা পে করা হবে তার বিপরীতে ডাবল টাকা ফেরত দেওয়া হবে যা আপনি পেমেন্ট করার পরপরই তাদের থেকে ৬০দিন পরের চেক গ্রহণ করতে পারবেন যা ই-কমার্সের মূলনীতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক । সাধারনত কাস্টমারকে আকৃষ্ট করার জন্য তারা গ্রুপে বিভিন্ন ভূয়া চেকের ছবি সহ রিভিউ দিচ্ছে যার কোন সত্যাতা খুজে পাওয়া যায় নি। ইতিমধ্যে তাদের পেজ ঘুরলে দেখা যাচ্ছে অনেক ভুক্তভোগী অভিযোগ করছেন। তারা আগের ওডারকৃত প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেই না। তারসাথে নতুন ক্যাম্পিন ডাবল টাকা ভাউচার নামে অফার রানিং করেছে। এবং তারা অফিসিয়াল ভাবে ঘোষনা করেছে “কেউ যদি ডাবল টাকা ভাউচার এর প্রোডাক্ট কিনতে না চান তারা উক্ত ইকমার্সের কাছে নাকি সেল করতে পারবে “। থলের CEO সাকিব ওনি বেশ কিছু দিন আগে প্রতারণার অভিযোগে আইন প্রণয়ন কারি সংস্থার নিকট আটক হয়েছিলেন।

দেশে এখনও ই-কমার্স নিয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এই ধরনের যেকোনো প্রতারণা থেকে বাচতে হলে প্রয়োজন কাস্টমারদের সতর্কতা ও যাচাই বাছাই করে কেনাকাটা করার মানসিকতা। তাই ইকমার্স ইন্ডাস্ট্রিতে বড় ধরনের স্ক্যাম হওয়ার পূর্বেই এদের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্হা নেওয়া হোক।
একাধিকবার ফোন দিয়েও কেউ ফোন ধরেনি।

এদিকে তাদের সিও সাকিব সাহেবকে আমরা একাধিকবার তার ব্যক্তিগত ফোনে ফোন দি কিন্তু ফোন ধরেননি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: