ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের বিশেষ ধারাবাহিক ‘বুড়া জামাই ২’

  • পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • 46

বিনোদন ডেস্ক : গত ঈদে ছোট পর্দায় প্রচার হয় ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বুড়া জামাই’। নাটকটি জনপ্রিয়তা পাওয়ায় আসন্ন ঈদে আসছে এর সিক্যুয়েল ‘বুড়া জামাই ২’। নাটকটিতে জুটিবেধে অভিনিয় করেছেন মীম মানতাশা ও জাহিদ হাসান।

টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রোহান আহমেদ রুবেল ও হানিফ খান।

নাটকের গল্পে দেখা যায়, ফরহাদ ও দিয়ার সুখের সংসার। একদিন ফরহাদের খালা সেফালী বেগম তার মেয়ে সুরভীকে নিয়ে বেড়াতে আসেন তাদের বাড়িতে। খালার অনেক শখ ছিল ফরহাদের সঙ্গে সুরভীর বিয়ে দিবেন, কিন্তু ফরহাদ কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলায় তিনি প্রচণ্ড কষ্ট পান।

সেফালী বেগম দিয়াকে একেবারেই দেখতে পারেন না। বিভিন্ন অজুহাতে তিনি দিয়ার ভুল ধরতে চেষ্টা করেন এবং অপমান করেন। তার মনে এখনও ইচ্ছা কোনোভাবে দিয়াকে বিদায় করে দিতে পারলে ফরহাদের সঙ্গে সুরভীর বিয়ে দিতে পারবেন! এভাবে এগিয়ে যাবে ‘বুড়া জামাই’ নাটকের গল্প।

নির্মাতা সুত্রে জানা গেছে- নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান, সাজু খাদেম, মানসী প্রকৃতি, শিরিন আলম প্রমুখ। ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন ‘বুড়া জামাই’ রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে।

বিজনেস আওয়ার/০৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদের বিশেষ ধারাবাহিক ‘বুড়া জামাই ২’

পোস্ট হয়েছে : ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১

বিনোদন ডেস্ক : গত ঈদে ছোট পর্দায় প্রচার হয় ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বুড়া জামাই’। নাটকটি জনপ্রিয়তা পাওয়ায় আসন্ন ঈদে আসছে এর সিক্যুয়েল ‘বুড়া জামাই ২’। নাটকটিতে জুটিবেধে অভিনিয় করেছেন মীম মানতাশা ও জাহিদ হাসান।

টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রোহান আহমেদ রুবেল ও হানিফ খান।

নাটকের গল্পে দেখা যায়, ফরহাদ ও দিয়ার সুখের সংসার। একদিন ফরহাদের খালা সেফালী বেগম তার মেয়ে সুরভীকে নিয়ে বেড়াতে আসেন তাদের বাড়িতে। খালার অনেক শখ ছিল ফরহাদের সঙ্গে সুরভীর বিয়ে দিবেন, কিন্তু ফরহাদ কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলায় তিনি প্রচণ্ড কষ্ট পান।

সেফালী বেগম দিয়াকে একেবারেই দেখতে পারেন না। বিভিন্ন অজুহাতে তিনি দিয়ার ভুল ধরতে চেষ্টা করেন এবং অপমান করেন। তার মনে এখনও ইচ্ছা কোনোভাবে দিয়াকে বিদায় করে দিতে পারলে ফরহাদের সঙ্গে সুরভীর বিয়ে দিতে পারবেন! এভাবে এগিয়ে যাবে ‘বুড়া জামাই’ নাটকের গল্প।

নির্মাতা সুত্রে জানা গেছে- নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান, সাজু খাদেম, মানসী প্রকৃতি, শিরিন আলম প্রমুখ। ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন ‘বুড়া জামাই’ রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে।

বিজনেস আওয়ার/০৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: