বিজনেস আওয়ার ডেস্ক : বিশ্বজুড়ে চলছে করোনার তাণ্ডব। বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। তাই করোনার উপসর্গ দেখা দিলে প্রত্যেকেরই সতর্ক হওয়া জরুরি। স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে শিশুদের করোনার লক্ষণ দেখা দিলে কি করা উচিত তা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আপনার সন্তানের যদি গলা ব্যথা হয়, সর্দি অথবা জ্বর দেখা যায়, তাহলে স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে নেয়ার আগে তাদের সঙ্গে ফোনে কথা বলুন। যদি করোনার মারাত্মক লক্ষণ যেমন- শ্বাসকষ্ট কিংবা অস্বাভাবিক অসুস্থ হয়ে পড়ে তাহলে কাছাকাছি কোনো হাসপাতালে নিতে জরুরি নম্বরে ফোন দিন।
আক্রান্ত বেশিরভাগ শিশুরই খুব সামান্য লক্ষণ দেখা গেছে। এমনকি অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই দেখা যায়নি। যদি আপনি মনে করেন সে করোনায় আক্রান্ত হয়েছে, তাহলে তাকে বাড়িতেই রাখুন। তবে প্রয়োজনে তার চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ গ্রহণ নিশ্চিত করুন।
বিজনেস আওয়ার/২১ জুন, ২০২০/এ