ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘রাধের’ টাইটেল গানে সালমান-দিশার চমক

  • পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • 69

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে আগামী ১৩ মে বড় পর্দায় মুক্তি পাবে সালমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। মু্ক্তির আগে সামনে এল ছবির টাইটেল ট্রাক। আগের দুই গানের মতো রাধের টাইটেল ট্রাকেও চেনা মেজাজে ধরা দিলেন ভাইজান।

যদিও এই গানটি সম্পূর্ণ রূপেই প্রমোশ্যানাল ভিডিও। মূল ছবির অংশ হবে না এটি। স্যুট আর ব্লেজারে বন্দুক হাতে সলমনোচিত মেজাজে লেন্সবন্দি সালমন, অন্যদিকে সিজলিং হট অবতারে ডান্স ফ্লোর মাতালেন দিশা।

গানটি কম্পোজ করেছেন সালমন সাজিদ-ওয়াজিদ, গানটি গেয়েছেন সাজিদ খান। গানটির কথাও লিখেছেন সাজিদ, কোরিওগ্রাফ করেছেন মুদাস্সর খান।

এর আগে মুক্তি পেয়েছে রাধে ছবির দুটি গান-‘সিটি মার’ এবং ‘দিল দে দিয়া’। ছবিতে আন্ডারকভার পুলিশ অফিসার রাধে-র চরিত্রে দেখা যাবে সালমনকে। ড্রাগ মাফিয়াদের হাত থেকে মায়ানগরীকে মুক্ত করাই তার একমাত্র লক্ষ্য।

প্রভু দেবা পরিচালিত এই ছবি ‘ওয়াটেন্ট’-এর রিমেক নয় তা আগেই জানিয়েছেন ভাইজান। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সোহেল খান ফিল্মস, সালমন খান ফিল্মস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড।

বিজনেস আওয়ার/০৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দূর্নীতিগ্রস্থ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

‘রাধের’ টাইটেল গানে সালমান-দিশার চমক

পোস্ট হয়েছে : ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে আগামী ১৩ মে বড় পর্দায় মুক্তি পাবে সালমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। মু্ক্তির আগে সামনে এল ছবির টাইটেল ট্রাক। আগের দুই গানের মতো রাধের টাইটেল ট্রাকেও চেনা মেজাজে ধরা দিলেন ভাইজান।

যদিও এই গানটি সম্পূর্ণ রূপেই প্রমোশ্যানাল ভিডিও। মূল ছবির অংশ হবে না এটি। স্যুট আর ব্লেজারে বন্দুক হাতে সলমনোচিত মেজাজে লেন্সবন্দি সালমন, অন্যদিকে সিজলিং হট অবতারে ডান্স ফ্লোর মাতালেন দিশা।

গানটি কম্পোজ করেছেন সালমন সাজিদ-ওয়াজিদ, গানটি গেয়েছেন সাজিদ খান। গানটির কথাও লিখেছেন সাজিদ, কোরিওগ্রাফ করেছেন মুদাস্সর খান।

এর আগে মুক্তি পেয়েছে রাধে ছবির দুটি গান-‘সিটি মার’ এবং ‘দিল দে দিয়া’। ছবিতে আন্ডারকভার পুলিশ অফিসার রাধে-র চরিত্রে দেখা যাবে সালমনকে। ড্রাগ মাফিয়াদের হাত থেকে মায়ানগরীকে মুক্ত করাই তার একমাত্র লক্ষ্য।

প্রভু দেবা পরিচালিত এই ছবি ‘ওয়াটেন্ট’-এর রিমেক নয় তা আগেই জানিয়েছেন ভাইজান। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সোহেল খান ফিল্মস, সালমন খান ফিল্মস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড।

বিজনেস আওয়ার/০৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: