বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২-৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৮০৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহটিতে বেক্সিমকোর ৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার ১৭৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৮৫৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ১২.৫৭ শতাংশ। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্সের ২১৯ কোটি ৭২ লাখ টাকার, লাফার্জহোলসিমের ২০৫ কোটি ৪৭ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ১৭০ কোটি ১১ লাখ টাকার, ন্যাশনাল ফিড মিলের ১৬৩ কোটি ৩২ লাখ টাকার, রবি আজিয়াটার ১৪১ কোটি ৪ লাখ টাকার, প্রভাতি ইন্স্যুরেন্সের ১২২ কোটি ৭ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১১৯ কোটি ১৫ লাখ টাকার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১১১ কোটি ৮২ লাখ টাকার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১০৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৮ মে, ২০২১/এস