স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে আগেই নির্ধারিত ছিল ইস্তানবুল। তবে করোনা জটিলতার কারণে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ফলে ভেন্যু বদলে ইংল্যান্ডের মাটিতে আয়োজনের বিষয়টি ভাবছে উয়েফা।
ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরের এই ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। সূচি অনুযায়ী সেইন্ট পিটার্সবার্গে হওয়ার কথা থাকলেও এবার তা সরিয়ে নিয়ে আসা হয়েছিল ইস্তানবুলে। তবে এখানেও বাগড়া দিচ্ছে ইংল্যান্ডের নতুন করোনা বিধিনিষেধ।
দেশটি থেকে সম্প্রতি বেশ কিছু দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে আছে তুরস্কের নাম। এর ফলে তুরস্ক ভ্রমণ করা যে কোনো যাত্রীকে ইংল্যান্ডে ফিরে এলেই থাকতে হবে দশ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।
ফাইনালিস্ট দুই দলই ইংল্যান্ডের হওয়ায় দেশটিতে ভ্রমণের পর সিটি ও চেলসি দুই দলকেই ফিরে এসে থাকতে হবে কোয়ারেন্টাইনে। যা মানতে গেলে বড় ঝামেলার মুখেই পড়তে হবে দুই দলকে।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই দল মিলিয়ে আট হাজার সমর্থককেও খেলা দেখার সুযোগ দেওয়ার কথা আছে উয়েফার। ইংল্যান্ডের করোনা নীতির কারণে হুমকির মুখে পড়ে গেছে এ বিষয়টিও।
ইউরোপের শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ান বলছে, ক্লাব দুটোকে এ ঝামেলা থেকে রেহাই দিতে ম্যাচটা ইস্তানবুল থেকে সরিয়ে এনে ইংল্যান্ডে আয়োজনের কথা ভাবছে উয়েফা। একই কথা বলছে ইএসপিএনও।
বিজনেস আওয়ার/০৮ মে, ২০২১/এ