ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নবম বুন্দেসলিগা জিতল বায়ার্ন

  • পোস্ট হয়েছে : ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • 66

স্পোর্টস ডেস্ক : টানা নবম বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের সঙ্গে জিতলেই ট্রফি নিশ্চিত ছিল বায়ার্নের। কিন্তু সেটারও দরকার পড়ল না। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে লাইপজিগের হারেই বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

তবে মাঠে নেমে দারুণ এক জয়ে রাঙাল বায়ার্ন মিউনিখও। কিছু পরেই ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় নেমে রবার্ট লেভান্ডভস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিল বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। তাদের বাকি তিন গোলদাতা টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে।

ডিয়েটার হ্যান্সি ফ্লিকের হাত ধরে যেন নতুন করে ইউরোপের বড় শক্তি হয়ে উঠেছিল বায়ার্ন। কিন্তু হ্যান্সি ফ্লিক ক্লাব ছাড়ছেন। তিনি এবার হাল ধরবেন জার্মান জাতীয় দলের। অন্যদিকে নতুন মৌসুমে বায়ার্নের দায়িত্বে আসছেন মাত্র ৩৪ বছর বয়সি জুলিয়ান নাগেলসম্যান।

এ বছর এখন পর্যন্ত বুন্দেসলিগায় মোট ৯২ গোল করেছে বায়ার্ন মিউনিখ। এর সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য অবশ্যই স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কির। চোট পেয়ে বসে আছেন বেশ কিছুদিন হল, অথচ এর মধ্যেই ৩৭টা গোল করে বসে আছেন। দ্বিতীয় স্থানে আছেন তরুণ তারকা আরলিং হালান্ড, তার গোলের সংখ্যা ২৫।

বিজনেস আওয়ার/০৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নবম বুন্দেসলিগা জিতল বায়ার্ন

পোস্ট হয়েছে : ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : টানা নবম বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের সঙ্গে জিতলেই ট্রফি নিশ্চিত ছিল বায়ার্নের। কিন্তু সেটারও দরকার পড়ল না। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে লাইপজিগের হারেই বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

তবে মাঠে নেমে দারুণ এক জয়ে রাঙাল বায়ার্ন মিউনিখও। কিছু পরেই ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় নেমে রবার্ট লেভান্ডভস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিল বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। তাদের বাকি তিন গোলদাতা টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে।

ডিয়েটার হ্যান্সি ফ্লিকের হাত ধরে যেন নতুন করে ইউরোপের বড় শক্তি হয়ে উঠেছিল বায়ার্ন। কিন্তু হ্যান্সি ফ্লিক ক্লাব ছাড়ছেন। তিনি এবার হাল ধরবেন জার্মান জাতীয় দলের। অন্যদিকে নতুন মৌসুমে বায়ার্নের দায়িত্বে আসছেন মাত্র ৩৪ বছর বয়সি জুলিয়ান নাগেলসম্যান।

এ বছর এখন পর্যন্ত বুন্দেসলিগায় মোট ৯২ গোল করেছে বায়ার্ন মিউনিখ। এর সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য অবশ্যই স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কির। চোট পেয়ে বসে আছেন বেশ কিছুদিন হল, অথচ এর মধ্যেই ৩৭টা গোল করে বসে আছেন। দ্বিতীয় স্থানে আছেন তরুণ তারকা আরলিং হালান্ড, তার গোলের সংখ্যা ২৫।

বিজনেস আওয়ার/০৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: