বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট বীমাব্যক্তিত্ব, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।
জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৮ বছর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।
তার মৃত্যুতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপিসহ এনএলআই পরিবার গভীর শোক প্রকাশ করেছে। জামাল এম এ নাসের বীমা খাতের প্রথম সিইও যিনি করোনায় মারা গেলেন।
বিজনেস আওয়ার/২১ জুন, ২০২০/এ