স্পোর্টস ডেস্ক : করোনার কারণে আইপিএলের চলতি আসর স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে আসা সস্ত্রীক মোস্তাফিজুর রহমানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গত শনিবার স্ত্রীসহ মোস্তাফিজের প্রথম করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছিল। রোববার পাওয়া গেছে পরীক্ষার রিপোর্ট।
ভারত থেকে গত ৬ মে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে আহমেদাবাদ থেকে ঢাকায় পা রাখার পর বিমানবন্দর থেকেই তাদেরকে সরাসরি কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। স্ত্রীসহ হোটেল সোনারগাঁওয়ে আছেন মোস্তাফিজ।
প্রথম দফায় করোনা নেগেটিভ আসলেও রোববারই দ্বিতীয় দফায় মোস্তাফিজের করোনার নমুনা নেয়া হয়েছে। এই নমুনার ফল আজ পাওয়া যাবে।
বিজনেস আওয়ার/১০ মে, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: