বিনোদন ডেস্ক : ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদ অনুষ্ঠানমালায় জনপ্রিয় এ অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা যোগ করে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রিয় এ অনুষ্ঠানটির জন্য। বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’।
শত শিল্পীর পরিবেশনায় থাকবে ‘রমজানের ওই রোজার শেষে, এলো খুশির ঈদ’ গানটি। এ ছাড়া তারকাদের নিয়ে নিত্যনতুন বিষয়ের ওপর মজার মজার পর্ব, বিদেশিদের অংশগ্রহণে সমাজহিতৈষী বিভিন্ন আনন্দদায়ক পর্বও থাকছে।
করোনাভাইরাসের কারণে এবারের ‘ইত্যাদি’র সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ‘ইত্যাদি’ ধারণ করা হয়নি। ইতোপূর্বে প্রচারিত ঈদ ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে ভিন্নভাবে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’।
জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে ‘ইত্যাদি’। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে ‘ইত্যাদি’ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
বিজনেস আওয়ার/১০ মে, ২০২১/এ