ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ধারাবাহিক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’

  • পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • 11

বিনোদন ডেস্ক : এবার ঈদে ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ শিরোনামে সাত পর্বের ধারাবাহিক নির্মান করেছেন দীপু হাজরা। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি এনটিভিতে ঈদের সাত দিন রাত ৯টায় প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে আলতাফ হোসেনকে তার দাদী আদর করে ডাকে আলতু বলে। শৈশবে সেই নামেই পরিচিত হন তিনি। বয়স বাড়ার সঙ্গে ব্যক্তিত্ব এবং আচরণের কারণে তাকে আলতু থেকে ‘ফালতু’ বলে সম্বোধন শুরু করে গ্রামে মানুষ।

শুরু থেকেই নামের এমন বিকৃতির প্রতিবাদ করে আসছে আলতু। সে তার নামের আদ্যাক্ষর ‘আ’ কে সামনে এনে বোঝানোর চেষ্টা করে ‘আ’ তে আলতু হয় ফালতু নয়। তবুও পরিত্রাণ নেই।

সচেতনভাবেই মানুষ তাকে ফালতু বলে ডেকে আনন্দ পায়। মাঝে মধ্যে এ নিয়ে তার সঙ্গে অপ্রত্তিকর ঘটনাও ঘটে যায়। সবাই এটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছে।

আলতাফ গ্রামের যে কোনও ঘটনায় সবার আগে উপস্থিত হন নিজ দায়িত্বে। কেউ প্রত্যাশা না করলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। বলা চলে এটাই এখন তার পেশা।

নানা রকম কর্মকাণ্ডের মধ্যে নিজের কিছু আয় হয়ে থাকে। মানুষ তাকে তাচ্ছিল্য করে ফালতু বলে হেলা করলেও এড়াতে পারে না। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’।

নাটকটিতে অভিনয় করেছেন-চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, নাদিয়া আহমদে, আ খ ম হাসান, নাদিয়া মিমি, প্রাণ রায়, শিরিনি আলম, মাসুদ রানা মিঠু , সোহানা শারমনি, আশরাফ রবিসহ অনেকে।

বিজনেস আওয়ার/১০ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদের ধারাবাহিক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’

পোস্ট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

বিনোদন ডেস্ক : এবার ঈদে ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ শিরোনামে সাত পর্বের ধারাবাহিক নির্মান করেছেন দীপু হাজরা। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি এনটিভিতে ঈদের সাত দিন রাত ৯টায় প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে আলতাফ হোসেনকে তার দাদী আদর করে ডাকে আলতু বলে। শৈশবে সেই নামেই পরিচিত হন তিনি। বয়স বাড়ার সঙ্গে ব্যক্তিত্ব এবং আচরণের কারণে তাকে আলতু থেকে ‘ফালতু’ বলে সম্বোধন শুরু করে গ্রামে মানুষ।

শুরু থেকেই নামের এমন বিকৃতির প্রতিবাদ করে আসছে আলতু। সে তার নামের আদ্যাক্ষর ‘আ’ কে সামনে এনে বোঝানোর চেষ্টা করে ‘আ’ তে আলতু হয় ফালতু নয়। তবুও পরিত্রাণ নেই।

সচেতনভাবেই মানুষ তাকে ফালতু বলে ডেকে আনন্দ পায়। মাঝে মধ্যে এ নিয়ে তার সঙ্গে অপ্রত্তিকর ঘটনাও ঘটে যায়। সবাই এটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছে।

আলতাফ গ্রামের যে কোনও ঘটনায় সবার আগে উপস্থিত হন নিজ দায়িত্বে। কেউ প্রত্যাশা না করলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। বলা চলে এটাই এখন তার পেশা।

নানা রকম কর্মকাণ্ডের মধ্যে নিজের কিছু আয় হয়ে থাকে। মানুষ তাকে তাচ্ছিল্য করে ফালতু বলে হেলা করলেও এড়াতে পারে না। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’।

নাটকটিতে অভিনয় করেছেন-চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, নাদিয়া আহমদে, আ খ ম হাসান, নাদিয়া মিমি, প্রাণ রায়, শিরিনি আলম, মাসুদ রানা মিঠু , সোহানা শারমনি, আশরাফ রবিসহ অনেকে।

বিজনেস আওয়ার/১০ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: