ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নিশো-মেহজাবিনের ‘স্পর্শে’

  • পোস্ট হয়েছে : ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • 15

বিনোদন ডেস্ক : আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীর মানেই সুপার হিট। এই জুটির জন্য দর্শকদের মনে অন্যরকম এক ভালোলাগা কাজ করে। ঈদ উপলক্ষে আবারও একটি নাটকে জুটি বেঁধেছেন নিশো-মেহেজাবিন। ইকরাম তালুকদার পরিচালিত নাটকটির নাম ‘স্পর্শে’।

নাটকের গল্পে দেখা যাবে, সায়মা আর সোহাগ ভার্সিটিতে পড়ে। একজন আরেক জনের সঙ্গে খুনসুটিতে মেতে থাকে। বন্ধুরা সবাই জানে তারা প্রেম করে। কিন্তু সোহাগ বিষয়টা পাত্তাই দেয় না। আদিত্য নামে একজনের সঙ্গে দেখা হয় সায়মার। তাদের মাঝে কোন একটা বিষয় নিয়ে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়।

আদিত্য তার ছোট বোনের জন্মদিন উপলক্ষে রেস্টুরেন্টে ছোট বোনের বন্ধুদের দাওয়াত দেয় সেখানে আবার দেখা হয় সায়মার সাথে। তারপর নাম্বার আদান প্রদান। কথা বলতে বলতে তাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারা সারারাত ফোনে কথা বলে, ঘুরতে থাকে এবং তাদের মাঝে প্রেমের সৃষ্টি হয়।

এদিকে সোহাগ সায়মাকে ফোনে পায়না, ভার্সিটিও কম আসে। সায়মাকে মিস করতে থাকে এবং বুঝতে পারে সে সায়মাকে ভালোবাসে। একদিন দেখা করে সায়মাকে তার ভালাবাসার কথা জানায়। সায়মা বলে তোমার অনেক দেরি হয়ে গিয়েছে আমাকে অন্য একজন ভালোবাসে।

এভাবেই চলতে থাকে ‘স্পর্শে’ নাটকের কাহিনী। নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সাব্বির, মনিরা মিঠু, সায়েদ জামান শাওন, পারসা ইভানা প্রমুখ। নার্মাতা সুত্রে জানা গেছে- ঈদের দিন রাত ১১টা ০৫ মিনিটে নাটকটি দেখা যাবে আরটিভিতে।

বিজনেস আওয়ার/১০ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিশো-মেহজাবিনের ‘স্পর্শে’

পোস্ট হয়েছে : ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

বিনোদন ডেস্ক : আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীর মানেই সুপার হিট। এই জুটির জন্য দর্শকদের মনে অন্যরকম এক ভালোলাগা কাজ করে। ঈদ উপলক্ষে আবারও একটি নাটকে জুটি বেঁধেছেন নিশো-মেহেজাবিন। ইকরাম তালুকদার পরিচালিত নাটকটির নাম ‘স্পর্শে’।

নাটকের গল্পে দেখা যাবে, সায়মা আর সোহাগ ভার্সিটিতে পড়ে। একজন আরেক জনের সঙ্গে খুনসুটিতে মেতে থাকে। বন্ধুরা সবাই জানে তারা প্রেম করে। কিন্তু সোহাগ বিষয়টা পাত্তাই দেয় না। আদিত্য নামে একজনের সঙ্গে দেখা হয় সায়মার। তাদের মাঝে কোন একটা বিষয় নিয়ে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়।

আদিত্য তার ছোট বোনের জন্মদিন উপলক্ষে রেস্টুরেন্টে ছোট বোনের বন্ধুদের দাওয়াত দেয় সেখানে আবার দেখা হয় সায়মার সাথে। তারপর নাম্বার আদান প্রদান। কথা বলতে বলতে তাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারা সারারাত ফোনে কথা বলে, ঘুরতে থাকে এবং তাদের মাঝে প্রেমের সৃষ্টি হয়।

এদিকে সোহাগ সায়মাকে ফোনে পায়না, ভার্সিটিও কম আসে। সায়মাকে মিস করতে থাকে এবং বুঝতে পারে সে সায়মাকে ভালোবাসে। একদিন দেখা করে সায়মাকে তার ভালাবাসার কথা জানায়। সায়মা বলে তোমার অনেক দেরি হয়ে গিয়েছে আমাকে অন্য একজন ভালোবাসে।

এভাবেই চলতে থাকে ‘স্পর্শে’ নাটকের কাহিনী। নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সাব্বির, মনিরা মিঠু, সায়েদ জামান শাওন, পারসা ইভানা প্রমুখ। নার্মাতা সুত্রে জানা গেছে- ঈদের দিন রাত ১১টা ০৫ মিনিটে নাটকটি দেখা যাবে আরটিভিতে।

বিজনেস আওয়ার/১০ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: