বিজনেস আওয়ার প্রতিবেদক : সারাদেশে করোনা আক্রান্ত রোগীর হার বিবেচনায় তিনটি জোনে ভাগ করার ঘোষণা দিয়েছে সরকার। তবে সেই জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে দুই পক্ষের মধ্যে চলছে রশি টানাটানি। যারা বাস্তবায়ন করবেন বিশেষ করে সিটি কর্পোরেশন বলছে সুনির্দিষ্ট ম্যাপিং দিলে লকডাউন করবো।
এদিকে স্বাস্থ্য অধিদফতর রেড, ইয়েলো এবং গ্রিন জোনের তালিকা পাঠিয়েই খান্ত। এনিয়ে সিটি কর্পোরেশন থেকে বার বার সুনির্দিষ্ট তালিকা চাইলেও দিতে পারেনি স্বাস্থ্য অধিদফতর। তাই সহসায় বাস্তবায়ন করা হচ্ছে না জোন ভিত্তিক লকডাউন।
এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশোনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট তালিকা আসেনি। শুধু জোন ভাগ করে একটা খসড়া পাঠানো হয়েছে। আমরা তাদের বার বার বলছি আপনার সুনির্দিষ্ট ম্যাপিং দেন আমরা বাস্তবায়ন করব।
তিনি বলেন, আমি কাউন্সিলরদেরকে প্রস্তুত থাকতে বলেছি। ইতোমধ্যে আমরা পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন করে অভিজ্ঞতা অর্জন করেছি। সেখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম আবদার। অনেকে যেমন পিৎজা চাচ্ছে তেমনি প্রয়োজনীয় ওষুধও চাচ্ছে। এসব অভিজ্ঞতা নিয়ে অন্যান্য জায়গায় কাজ করতে পারব।
মেয়র বলেন, প্রথমে কিন্তু রাজাবাজারকে রেড জোন চিহ্নিত করা হলো। পরে আমরা সার্ভে করে দেখলাম সেটা রাজাবাজার না, শুধু পূর্ব রাজাবাজার। তাই আমরা সুনির্দিষ্ট ম্যাপিং চাই। সেক্ষেত্রে যদি বাড়ি চিহ্নিত করে দেওয়া যায় তাহলে আরো ভালো। আমরা বাড়িটি সম্পূর্ণরূপে লকডাউন করতে পারব।
আতিকুল ইসলাম আরও বলেন, আমরা বার বার বলার পরেও আজ অবদি স্বাস্থ্য অধিদফতর থেকে এ ধরনের কোনো ম্যাপিং পাইনি। যদি সুনির্দিষ্ট চিহ্নিত করে দেওয়া হয় তাহলে আমরা ওই বাড়িটি লকডাউন করে দিতে পারতাম। তারা যত তাড়াতাড়ি সুনির্দিষ্ট তালিকা দিবে আমরা তত তাড়াতাড়ি কাজ করতে পারব
বিজনেস আওয়ার/২১ জুন, ২০২০/এ