বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে গরুর মাংস ও মুরগির দাম। ঢাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬২০ টাকায়। এক দিনের ব্যবধানে কেজিতে গরুর মাংসের দাম বাড়ল ২০ থেকে ৩০ টাকা। এছাড়া ব্রয়লারসহ সব ধরনের মুরগির দামও কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। রাজধানীর খিলগাঁও, মতিঝিল ও মুগদা এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
খিলগাঁওয়ের মাংশ ব্যবসায়ী খলিলের দোকানে এতদিন গরুর মাংস বিক্রি হয়েছে প্রতি কেজি ৫৮০ টাকা। আজ ৬০০ টাকায় বিক্রি হয়েছে। জানতে চাইলে বিক্রেতা বলেন, প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত ৫৮০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে। আজকে থেকে দাম ৬০০ টাকা। প্রতিবারই ঈদের আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ে। এছাড়া গরু কিনতে হচ্ছে বেশি দামে।
খিলগাঁও বাজারে গরুর মাংস কিনতে আসা এক ক্রেতা জানান, এ দেশে সব পণ্যের দাম বাড়ে কোনো সময় কমে না। রোজার আগে গরুর মাংস কিনেছি প্রতি কেজি ৫৬০ টাকায়। আজকে ৬০০ টাকা। তার মানে কেজিতে ৪০ টাকা বেশি দিতে হলো। দাম নিয়ন্ত্রণে কেউ নেই।
খিলগাঁওয়ের খলিলের মতো একই কথা বললেন মুগদার গরুর মাংস বিক্রেতা স্বপন বলেন, আজকে থেকে ৬০০ টাকায় প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে। ছোট দেশি গরুর মাংস ৬২০ টাকা কেজি। পাশেই খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ টাকায়।
এদিকে প্রায় দুই সপ্তাহ স্থিতিশীল থাকার পর বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মুগদার মুরগি ব্যবসায়ী পলাশ জানান, গত সপ্তাহে ১২০ টাকায়ও বিক্রি করেছি। সব মুরগির দামই বাড়তি। এছাড়া সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায়, লেয়ার (লাল) ২২০ টাকায়।
বিজনেস আওয়ার/১১ মে, ২০২১/এ