ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

  • পোস্ট হয়েছে : ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • 31

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার ঈদের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ মে) থেকে। ঈদের ছুটি থাকবে তিনদিন। সে হিসেবে শনিবার (১৫) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন।

এর আগে কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। এর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বুধবার নয়, আগামী বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরুর কথা জানালেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতি বা শুক্রবার (১৩ বা ১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩, ১৪ ও ১৫ মে (বৃহস্পতি, শুক্র ও শনিবার)।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে বর্ধিত মেয়াদের লকডাউন, যা আগামী ১৬ মে পর্যন্ত চলবে। গত ৫ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। তিন দিনের বেশি কেউ ঈদের ছুটি কাটাতে পারবেন না।

বিধিনিষেধের নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হয়েছে ব্যাংক লেনদেন। জেলার মধ্যে চলছে বাস। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ আছে ট্রেন ও লঞ্চ।

বিজনেস আওয়ার/১১ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

পোস্ট হয়েছে : ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার ঈদের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ মে) থেকে। ঈদের ছুটি থাকবে তিনদিন। সে হিসেবে শনিবার (১৫) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন।

এর আগে কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। এর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বুধবার নয়, আগামী বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরুর কথা জানালেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতি বা শুক্রবার (১৩ বা ১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩, ১৪ ও ১৫ মে (বৃহস্পতি, শুক্র ও শনিবার)।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে বর্ধিত মেয়াদের লকডাউন, যা আগামী ১৬ মে পর্যন্ত চলবে। গত ৫ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। তিন দিনের বেশি কেউ ঈদের ছুটি কাটাতে পারবেন না।

বিধিনিষেধের নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হয়েছে ব্যাংক লেনদেন। জেলার মধ্যে চলছে বাস। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ আছে ট্রেন ও লঞ্চ।

বিজনেস আওয়ার/১১ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: