বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১২ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০১টির বা ২৭.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে ওয়ান ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ওয়ান ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৫.৪০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওয়ান ব্যাংক ডিএসইর টপটেন লুজারের শীর্ষে উঠেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৫.২৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩.৬১ শতাংশ, রহিমা ফুডের ৩.৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ৩.৪১ শতাংশ, এমআই সিমেন্টের ২.৯৯ শতাংশ, শমরিতা হসপিটালের ২.৯৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২.৮৫ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এস