ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জোভান-সাফার ‘লকডাউন প্রেম’

  • পোস্ট হয়েছে : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • 53

বিনোদন ডেস্ক : জোভান আহমেদ ও সাফা কবিরের প্রেমের রসায়ন কিন্তু দারুণ জমে টিভি পর্দায়। কিন্তু এই লকডাউনে কিভাবে তারা প্রেম করছেন? উত্তর মিলবে মুনতাহা বৃত্তার রচনা ও রাইসুল তমালের পরিচালনায় ‘লকডাউন প্রেম’ নাটকে। যেখানে আবারও প্রেমিক-প্রেমিকার রূপে ধরা দিবেন তারা।

নাটকের গল্পে দেখা যাবে, জনি আর সারা কিউট কাপল। জনির মতে সারা হল তার লাকিচার্ম। তাই তারা নিয়ম করে রোজ একবার দেখা করে। কিন্তু এই দেখা দেখিতেই বাধ সাধল লকডাউন। বাসা থেকে সারার বের হওয়া বন্ধ। জনিও তাই সারাদিন বিরক্ত হয়ে থাকে।

জনির রুমমেট রাকিব মজা করে বলে, সারা হচ্ছে আসলে ময়ূরের পালক। যেই পালক খসে গেছে জনি কাকের মতো চেঁচাচ্ছে। এর মাঝেই আসে জনির জন্মদিন। সারা বলে আজ সে জনির সঙ্গে দেখা করবেই। বাইরে কোথাও দেখা করা করোনার জন্য আন সেফ তাই সে জনির বাসায় আসবে।

একথা শুনেই জনির মাথায় ভেসে ওঠে দজ্জাল বাড়িওয়ালা দিদারের কথা। লোকটা জীবনে বিয়ে করেনি আর মেয়েদের কেন যেন সহ্য করতে পারে না। রাকিব উপায় বের করে, দিদার প্রতিদিন বিকালে মাঠে যায় জগিং করতে। ওই দুই ঘণ্টার মধ্যে সারা যদি এসে চলে যায়, তাহলে সমস্যা নাই।

এমন পরিকল্পনায় সারা বেশ খুশি হয়, সে বান্ধবীর বাসায় যাবে বলে ম্যানেজ করে নেবে। এভাবেই চলতে থাকে নাটকের গল্প। নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

বিজনেস আওয়ার/১২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জোভান-সাফার ‘লকডাউন প্রেম’

পোস্ট হয়েছে : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১

বিনোদন ডেস্ক : জোভান আহমেদ ও সাফা কবিরের প্রেমের রসায়ন কিন্তু দারুণ জমে টিভি পর্দায়। কিন্তু এই লকডাউনে কিভাবে তারা প্রেম করছেন? উত্তর মিলবে মুনতাহা বৃত্তার রচনা ও রাইসুল তমালের পরিচালনায় ‘লকডাউন প্রেম’ নাটকে। যেখানে আবারও প্রেমিক-প্রেমিকার রূপে ধরা দিবেন তারা।

নাটকের গল্পে দেখা যাবে, জনি আর সারা কিউট কাপল। জনির মতে সারা হল তার লাকিচার্ম। তাই তারা নিয়ম করে রোজ একবার দেখা করে। কিন্তু এই দেখা দেখিতেই বাধ সাধল লকডাউন। বাসা থেকে সারার বের হওয়া বন্ধ। জনিও তাই সারাদিন বিরক্ত হয়ে থাকে।

জনির রুমমেট রাকিব মজা করে বলে, সারা হচ্ছে আসলে ময়ূরের পালক। যেই পালক খসে গেছে জনি কাকের মতো চেঁচাচ্ছে। এর মাঝেই আসে জনির জন্মদিন। সারা বলে আজ সে জনির সঙ্গে দেখা করবেই। বাইরে কোথাও দেখা করা করোনার জন্য আন সেফ তাই সে জনির বাসায় আসবে।

একথা শুনেই জনির মাথায় ভেসে ওঠে দজ্জাল বাড়িওয়ালা দিদারের কথা। লোকটা জীবনে বিয়ে করেনি আর মেয়েদের কেন যেন সহ্য করতে পারে না। রাকিব উপায় বের করে, দিদার প্রতিদিন বিকালে মাঠে যায় জগিং করতে। ওই দুই ঘণ্টার মধ্যে সারা যদি এসে চলে যায়, তাহলে সমস্যা নাই।

এমন পরিকল্পনায় সারা বেশ খুশি হয়, সে বান্ধবীর বাসায় যাবে বলে ম্যানেজ করে নেবে। এভাবেই চলতে থাকে নাটকের গল্প। নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

বিজনেস আওয়ার/১২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: