ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬৭

  • পোস্ট হয়েছে : ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • 102

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (১৩ মে) মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে করে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬৭ জনে।

ফিদেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু। হামলায় আহত হয়েছেন আরও অন্তত কয়েক শত মানুষ।

এদিকে হামলায় অন্তসত্ত্বা নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হওয়ায় ইসরায়েলি বাহিনীকে দোষারোপ করেছে শিশু অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন।

সংস্থাটি বলছে, আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। দেশটি ভারী ভারী বিস্ফোরক অস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ বসবাস করেন এমন এলাকাগুলোতে হামলা চালাচ্ছে। বিধ্বংসী হামলার কারণে নারী ও শিশুসহ নিরীহ পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ডিএসই ট্রেনিং একাডেমীর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬৭

পোস্ট হয়েছে : ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (১৩ মে) মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে করে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬৭ জনে।

ফিদেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু। হামলায় আহত হয়েছেন আরও অন্তত কয়েক শত মানুষ।

এদিকে হামলায় অন্তসত্ত্বা নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হওয়ায় ইসরায়েলি বাহিনীকে দোষারোপ করেছে শিশু অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন।

সংস্থাটি বলছে, আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। দেশটি ভারী ভারী বিস্ফোরক অস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ বসবাস করেন এমন এলাকাগুলোতে হামলা চালাচ্ছে। বিধ্বংসী হামলার কারণে নারী ও শিশুসহ নিরীহ পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: