বিজনেস আওয়ার প্রতিবেদক :ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ঈদ জামাতের জন্য বড় ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। করোনা মহামারির মধ্যে খুব সতর্কতার সঙ্গে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্যাহ বলেন, আগামীকাল ৫টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবে। এছাড়া একটি কাতার বাদ দিয়ে অন্য কাতারে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, মসজিদের সাততলা থেকে শুরু করে নিচ তলা পর্যন্ত জীবাণুনাশক দেওয়া হয়েছে। প্রবেশ পথে হ্যান্ড সানিটাইজার থাকবে। অজুখানায় পর্যাপ্ত পানি ও সাবান রাখা হবে। আমরা মানুষকে আহ্বান জানাবো- তারা যেন মাস্ক পরে মসজিদে প্রবেশ করেন। সামাজিক দূরত্ব বজায় রাখেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম বা শেষ জামায়াত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ