বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে অনলাইনে। জেলা পর্যায়ে স্কুলের ক্লাসে এখন থেকে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীকে যুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
শিক্ষার্থীদের সংসদ টিভি ক্লাস এবং অনলাইন ক্লাসে যুক্তকরণ নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ মে) মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে সব অঞ্চলের উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রান্তিক পর্যায় পর্যন্ত দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে কার্যকর সংসদ টিভি ক্লাস এবং অনলাইন ক্লাসে যুক্ত করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেজন্য যেসব স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাস নিচ্ছে না বা নিতে পারছেন না তার পরিসংখ্যান সংগ্রহ করতে হবে এবং তা অনতিবিলম্বে মাউশি অধিদফতরকে অবহিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, স্কুল কর্তৃপক্ষ পরিচালিত অনলাইন ক্লাসগুলোকে জুম বা গুগল মিট বা মাইক্রোসফট টিম বা অন্য যেকোনো মাধ্যমে মিথষ্ক্রিয়া (ইন্টারঅ্যাক্টিভ) করার কার্যকর ব্যবস্থা করতে হবে।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত অনলাইন ক্লাসে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করার ব্যবস্থা নিতে হবে।
কর্মকর্ত্যাদের সংসদ টিভি, স্কুল পরিচালিত অনলাইন ক্লাস, জেলা ও উপজেলা অনলাইন ক্লাসগুলোকে অগ্রাধিকার দিয়ে ক্লাস রুটিন প্রস্তুত করতে বলা হয়েছে। এসব কার্যক্রম যথাযথভাবে হচ্ছে কি না সেজন্য কার্যকর মনিটরিং করা জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ।
করোনা সংক্রমণের কারণে গত এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন এবং সংসদ টিভি ক্লাসে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এখনও অনিশ্চিতা রয়ে গেছে।
বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ