ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির শারীরিক অবস্থার উন্নতি

  • পোস্ট হয়েছে : ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস পজিটিভ হওয়ার একদিন পর জানা গেল মাশরাফির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর কমে এসেছে, গতকালকের তুলনায় ব্যথা একটু কমেছে। সুস্থ হয়ে উঠছেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এর আগে শুক্রবার (১৯ জুন) করোনা পরীক্ষা পর শনিবার মাশরাফির রিপোর্ট পজিটিভ আসে। তিন-চারদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। তবে আগের তুলনায় ভালো অনুভব করছেন মাশরাফি, তার পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।

শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানান মাশরাফি নিজেই। সেই পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মাশরাফির দ্রুত রোগমুক্তি কামনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নড়াইলের সব শ্রেণি-পেশার মানুষও মাশরাফির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। মাশরাফি অবশ্য তাদের সংস্পর্শে আসেননি। এমনকি দুই সপ্তাহ ধরে ঢাকায় আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে থেকেও করোনায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেলেন না।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাশরাফির শারীরিক অবস্থার উন্নতি

পোস্ট হয়েছে : ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস পজিটিভ হওয়ার একদিন পর জানা গেল মাশরাফির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর কমে এসেছে, গতকালকের তুলনায় ব্যথা একটু কমেছে। সুস্থ হয়ে উঠছেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এর আগে শুক্রবার (১৯ জুন) করোনা পরীক্ষা পর শনিবার মাশরাফির রিপোর্ট পজিটিভ আসে। তিন-চারদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। তবে আগের তুলনায় ভালো অনুভব করছেন মাশরাফি, তার পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।

শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানান মাশরাফি নিজেই। সেই পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মাশরাফির দ্রুত রোগমুক্তি কামনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নড়াইলের সব শ্রেণি-পেশার মানুষও মাশরাফির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। মাশরাফি অবশ্য তাদের সংস্পর্শে আসেননি। এমনকি দুই সপ্তাহ ধরে ঢাকায় আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে থেকেও করোনায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেলেন না।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: