ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিউক্যাসলকে হারিয়ে ম্যান সিটির নতুন রেকর্ড

  • পোস্ট হয়েছে : ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • 63

স্পোর্টস ডেস্ক : লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পরই নিশ্চিত হয়ে যায় এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উঠছে ম্যানচেস্টার সিটির ঘরে। চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড গড়লো পেপ গার্দিওলার দল।

চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়া সত্ত্বেও শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামে সিটিজেনরা। ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে শুক্রবার রাতে নিউক্যাসলের মাঠ থেকে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটাতে মোট গোল হলো ৭টি। তাতে সিটির জয় এলো ৪-৩ ব্যবধানে। তোরেসের হ্যাটট্রিক ছাড়াও সিটির হয়ে বাকি গোলটি করেন হোয়াও ক্যান্সেলো। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে গোল তিনটি করেন এমিল ক্রাফথ, জোয়েলিন্টন এবং জোসেফ উইলক।

অ্যাওয়ে ম্যাচে গার্দিওলার দলের নিজেদের উজাড় করে খেলার কারণ ছিল অন্য। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের বদৌলতে চেলসিকে পেছনে ফেলার সুযোগ ছিল স্কাই ব্লুজ’দের সামনে। ফেরান তোরেসের হ্যাটট্রিকে সেই রেকর্ডই গড়ে নিল চ্যাম্পিয়নরা।

২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে তিন অঙ্কের পয়েন্ট ছুঁয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিটিরা। একইসঙ্গে শিরোপা জয়ের পথে ১২টি টিম রেকর্ড গড়েছিল। আর মঙ্গলবার চার বছরে তিনবার খেতাব জয়ের পর এদিন অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়লো স্কাই ব্লুজরা।

এর আগে প্রিমিয়র লিগে টানা ১১টি অ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ড ছিল চেলসির দখলে। ১মে ক্রিস্টাল প্যালেসকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসায় সিটি। এবার নিউক্যাসেলকে হারিয়ে টানা ১২টি অ্যাওয়ে ম্যাচ জিতে নতুন রেকর্ড রচনা করল গার্দিওলা অ্যান্ড কোং।

উত্তেজনায় ভরা প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। ২৫ মিনিটে এমিল ক্রাফথ নিউক্যাসেলকে এগিয়ে দিলে ৩৯ মিনিটে সমতা ফেরান হোয়াও ক্যানসেলো। তিন মিনিট পর ইলকায় গুন্দোগানের সেটপিস থেকে দর্শনীয় ফ্লিকে ২-১ করেন তোরেস। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে নিউক্যাসল।

বিরতির পর ৬২ মিনিটে ফের পেনাল্টি পায় নিউক্যাসেল। স্পটকিক থেকে নেওয়া শট কারসন রুখে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন জোসেফ উইলক। এরপর ৬৪ এবং ৬৬ মিনিটে জোড়া গোল করে তোরেস নিজের হ্যাটট্রিক তো পূর্ণ করেনই, একইসঙ্গে সিটির নতুন কীর্তির স্থপতিও হয়ে যান।

বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউক্যাসলকে হারিয়ে ম্যান সিটির নতুন রেকর্ড

পোস্ট হয়েছে : ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পরই নিশ্চিত হয়ে যায় এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উঠছে ম্যানচেস্টার সিটির ঘরে। চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড গড়লো পেপ গার্দিওলার দল।

চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়া সত্ত্বেও শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামে সিটিজেনরা। ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে শুক্রবার রাতে নিউক্যাসলের মাঠ থেকে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটাতে মোট গোল হলো ৭টি। তাতে সিটির জয় এলো ৪-৩ ব্যবধানে। তোরেসের হ্যাটট্রিক ছাড়াও সিটির হয়ে বাকি গোলটি করেন হোয়াও ক্যান্সেলো। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে গোল তিনটি করেন এমিল ক্রাফথ, জোয়েলিন্টন এবং জোসেফ উইলক।

অ্যাওয়ে ম্যাচে গার্দিওলার দলের নিজেদের উজাড় করে খেলার কারণ ছিল অন্য। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের বদৌলতে চেলসিকে পেছনে ফেলার সুযোগ ছিল স্কাই ব্লুজ’দের সামনে। ফেরান তোরেসের হ্যাটট্রিকে সেই রেকর্ডই গড়ে নিল চ্যাম্পিয়নরা।

২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে তিন অঙ্কের পয়েন্ট ছুঁয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিটিরা। একইসঙ্গে শিরোপা জয়ের পথে ১২টি টিম রেকর্ড গড়েছিল। আর মঙ্গলবার চার বছরে তিনবার খেতাব জয়ের পর এদিন অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়লো স্কাই ব্লুজরা।

এর আগে প্রিমিয়র লিগে টানা ১১টি অ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ড ছিল চেলসির দখলে। ১মে ক্রিস্টাল প্যালেসকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসায় সিটি। এবার নিউক্যাসেলকে হারিয়ে টানা ১২টি অ্যাওয়ে ম্যাচ জিতে নতুন রেকর্ড রচনা করল গার্দিওলা অ্যান্ড কোং।

উত্তেজনায় ভরা প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। ২৫ মিনিটে এমিল ক্রাফথ নিউক্যাসেলকে এগিয়ে দিলে ৩৯ মিনিটে সমতা ফেরান হোয়াও ক্যানসেলো। তিন মিনিট পর ইলকায় গুন্দোগানের সেটপিস থেকে দর্শনীয় ফ্লিকে ২-১ করেন তোরেস। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে নিউক্যাসল।

বিরতির পর ৬২ মিনিটে ফের পেনাল্টি পায় নিউক্যাসেল। স্পটকিক থেকে নেওয়া শট কারসন রুখে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন জোসেফ উইলক। এরপর ৬৪ এবং ৬৬ মিনিটে জোড়া গোল করে তোরেস নিজের হ্যাটট্রিক তো পূর্ণ করেনই, একইসঙ্গে সিটির নতুন কীর্তির স্থপতিও হয়ে যান।

বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: