ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাল দেখা যাবে ‘বিশু পাগলা গাছের আগায়’

  • পোস্ট হয়েছে : ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • 73

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বিশু পাগলা গাছের আগায়’। ইমেল হকের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন মিশু সাব্বির, অপর্ণা, রাশেদা চেীধুরী, এস এম মহসীন। নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

নাটককের গল্পে দেখা যাবে- বাংলাদেশের সব গ্রামেই একটা না একটা পাগল থাকে। আর মুরুব্বিরা বলে পাগলরাই নাকি গ্রামের প্রাণ। যে গ্রামে পাগল নেই সেই গ্রাম মৃত। তেমনি একটা গ্রাম শান্তিপুর। যেখানে একজন সিজনাল পাগল নুরা (মিশু সাব্বির)।

নুরা গ্রামের একমাত্র পাগল। মায়েরা তাদের বাচ্চাদের তার ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। যার ভালো নাম নুরে আলম। আগে পাগল ছিল না সে। এক সময় খুব মেধাবী ছাত্র ছিল। খুব ভালো বিতার্কিক ছিল, দাবাও দারুণ খেলত। এমনকি গানও গাইত।

কিন্তু এখন তার গ্রীষ্মকালে তার মাথায় সমস্যা হয়। সারা বছর সুস্থ থাকলেও বছরের এই সময়টায় তার মাথা খারাপ থাকে। এর জন্য অনার্সের পর পড়াশোনা বাদ দিয়ে দেয়। আর সুস্থ থাকাকালীন একটা কোচিং সেন্টারে পড়ায়।

সারা বছর খুব স্বাভাবিক থাকলেও যে কয়দিন তার মাথায় সমস্যা থাকে তখন নুরে আলম সকাল থেকে রাত পর্যন্ত গাছ তলায় কাটায়। কারো চুল উল্টাপাল্টা থাকলে ঠিক করে দেয়। চুল বড় থাকলে কাটায় নিয়ে আসে। রাস্তায় বেত নিয়ে টহল দেয়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ‘বিশু পাগলা গাছের আগায়’ নাটকটি।

বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাল দেখা যাবে ‘বিশু পাগলা গাছের আগায়’

পোস্ট হয়েছে : ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বিশু পাগলা গাছের আগায়’। ইমেল হকের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন মিশু সাব্বির, অপর্ণা, রাশেদা চেীধুরী, এস এম মহসীন। নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

নাটককের গল্পে দেখা যাবে- বাংলাদেশের সব গ্রামেই একটা না একটা পাগল থাকে। আর মুরুব্বিরা বলে পাগলরাই নাকি গ্রামের প্রাণ। যে গ্রামে পাগল নেই সেই গ্রাম মৃত। তেমনি একটা গ্রাম শান্তিপুর। যেখানে একজন সিজনাল পাগল নুরা (মিশু সাব্বির)।

নুরা গ্রামের একমাত্র পাগল। মায়েরা তাদের বাচ্চাদের তার ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। যার ভালো নাম নুরে আলম। আগে পাগল ছিল না সে। এক সময় খুব মেধাবী ছাত্র ছিল। খুব ভালো বিতার্কিক ছিল, দাবাও দারুণ খেলত। এমনকি গানও গাইত।

কিন্তু এখন তার গ্রীষ্মকালে তার মাথায় সমস্যা হয়। সারা বছর সুস্থ থাকলেও বছরের এই সময়টায় তার মাথা খারাপ থাকে। এর জন্য অনার্সের পর পড়াশোনা বাদ দিয়ে দেয়। আর সুস্থ থাকাকালীন একটা কোচিং সেন্টারে পড়ায়।

সারা বছর খুব স্বাভাবিক থাকলেও যে কয়দিন তার মাথায় সমস্যা থাকে তখন নুরে আলম সকাল থেকে রাত পর্যন্ত গাছ তলায় কাটায়। কারো চুল উল্টাপাল্টা থাকলে ঠিক করে দেয়। চুল বড় থাকলে কাটায় নিয়ে আসে। রাস্তায় বেত নিয়ে টহল দেয়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ‘বিশু পাগলা গাছের আগায়’ নাটকটি।

বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: