বিজনেস আওয়ার প্রতিবেদক : কাঁচাবাজারে অধিকাংশ দোকান বন্ধ, ক্রেতাদেরও আনাগোনাও নেই। তারপরও সবজির দাম চড়া। দাম বাড়ায় যারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসেছেন, তারা পড়েছেন ভোগান্তিতে। শনিবার (১৫ মে) রাজধানীর কয়েকটি বাজার সুত্রে এ তথ্য জানা গেছ।
ঈদের দ্বিতীয় দিন রাজধানীর কাওরান বাজারে নেই মানুষের তেমন ভিড়। বাজারে ক্রেতার সংখ্যা হাতেগোনা। তাই ক্রেতা-বিক্রেতাদের চিরচেনা সেই হাঁকডাক লক্ষ করা যায়নি। তারপরও এ বাজারে পাইকারিতে কাঁচা মরিচ, পেঁপে, গাজর, করলা, কাকরোলসহ বিভিন্ন পণ্যের চড়া দাম লক্ষ করা গেছে।
আড়তদাররা বলছেন, ঈদের দিন অনেকেই মোকাম করেননি। তাছাড়া গ্রাম থেকে সবজি আসছে না। এ কারণে দাম বেড়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন লেগে যাবে।
এদিকে খুচরা বাজারে এক কেজি পেঁপের দাম ৮০ টাকা, ৮০ টাকার মরিচের কাজি ১২০ টাকা। একইভাবে গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাচা কলার হালি ৪০ থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু পটল আর ভেন্ডির দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।
মালিবাগ বাজারের এক ব্যবসায়ী বলেন, রাস্তায় যানজট ও বাজারে ব্যবসায়ী কম থাকায় প্রতিবছরই ঈদের পর মালের দামে হেরফের হয়। আড়তে অন্য সবজির সঙ্গে পেঁপে, কাঁচা মরিচ ও কলার দাম বেড়েছে বেশি। মরিচের দাম একরাতে দ্বিগুণ হয়ে গেছে। কয়েকদিন গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ