বিনোদন ডেস্ক : মুক্তির দিন সাড়ে বারো লাখ হিট হতেই ক্র্যাশ করে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের সার্ভার। তখনই ধারণা করা যাচ্ছিল একটা কিছু ঘটাবে সালমানের ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। ঠিক তাই হলো। একদিনে ৪২ লাখ দর্শক জুটিয়ে রেকর্ডটা তাই গড়েই ফেলল ‘রাধে’।
এদিকে, ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড গড়লেও এ সিনেমার নির্মাণ খরচ আদৌ উঠবে কিনা তা নিয়ে ঘোর আছে। একে তো ভারতের কোনও হলে মুক্তি পায়নি, তারওপর ওটিটিতে মুক্তির দিনই সিনেমার হাই রেজুলেশন সংস্করণ লিক হয়ে যায়। ফলে দুশ্চিন্তার ভাজ পড়েছে সাল্লু ভাইয়ের কপালে।
তবে রাধে’র সাফল্যকে অন্যরকম দৃষ্টিতে দেখছেন সমালোচকরা। হাইব্রিড রিলিজের এ যুগে রাধে বুঝিয়ে দিলো, ভালো কিছু বানিয়ে একটু প্রচার-প্রচারণা চালালেই মানুষ ওটিটিতে হুমড়ি খেয়ে পড়বে। অন্য ওয়েব সিরিজ বা ক্ষুদে নির্মাতাদের জন্য যা একটি ভালো বার্তা বটে।
আরেকটা রেকর্ড হলো বিপরীত মেরুর রেকর্ড। আইএমডিবির রেটিং সিস্টেম সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা শুনে মুচকি হাসবেন যে ‘রাধে’র রেটিং এখন দশে ২! এর আগে সালমানের ‘দাবাং-৩’ এর রেটিং ছিল ৩। অর্থাৎ অফিশিয়ালি সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিনেমা এখন ‘রাধে’।
সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও দিশা পাটানি। আর খল চরিত্রে আছেন রানদিপ হুদা এবং পুলিশের চরিত্রে জ্যাকি শ্রোফ।
বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ