বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশ বরেণ্য বরীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো।
বিষয়টি নিজেই নিশ্চিত করে তিনি বলেন, ১২ দিন আগে আমি পরীক্ষা করিয়েছিলাম। তখন ‘পজিটিভ’ এসেছিল। এখন শারীরিক অবস্থা খুব ভালো। দুইদিন পর আবারও টেস্ট করবো।
জনপ্রিয় এ শিল্পী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারায় নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: