ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লেস্টারকে হারিয়ে তিনে চেলসি

  • পোস্ট হয়েছে : ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • 45

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেলসি। মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ৮ হাজার দর্শকের উপস্থিতিতে ২-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন উজ্জ্বল হলো ব্লুজদের।

ম্যচের প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি। খুব কাছ থেকে বল জালে পাঠান জার্মান ডিফেন্ডার রুডিগার। ৬৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিয়ো। ভেরনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

১০ মিনিট পর ব্যবধান কমান কেলেচি ইহেনাচো। এনডিডির পাস পেয়ে ঠাণ্ডা মাথায় গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ৩৭ ম্যাচ শেষে ১৯ জয়, ১০ ড্র আর ৮ হারে ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। সমান ম্যাচে ২০ জয়, ৬ ড্র আর ১১ হারে ৬৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে লেস্টার।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লেস্টারকে হারিয়ে তিনে চেলসি

পোস্ট হয়েছে : ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেলসি। মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ৮ হাজার দর্শকের উপস্থিতিতে ২-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন উজ্জ্বল হলো ব্লুজদের।

ম্যচের প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি। খুব কাছ থেকে বল জালে পাঠান জার্মান ডিফেন্ডার রুডিগার। ৬৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিয়ো। ভেরনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

১০ মিনিট পর ব্যবধান কমান কেলেচি ইহেনাচো। এনডিডির পাস পেয়ে ঠাণ্ডা মাথায় গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ৩৭ ম্যাচ শেষে ১৯ জয়, ১০ ড্র আর ৮ হারে ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। সমান ম্যাচে ২০ জয়, ৬ ড্র আর ১১ হারে ৬৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে লেস্টার।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: