ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোজিনা ইসলামের ন্যায়বিচার চাইলেন শাকিব

  • পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • 55

বিনোদন ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলার প্রতিবাদ জানিয়েছেন দেশের অনেক তারকা। এবার বিষয়টি নিয়ে সোচ্চার হলেন ঢাকাই ছবির নাম্বার ওয়ান তারকা চিত্রনায়ক শাকিব খান। বুধবার (১৯ মে) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে শাকিব লেখেন, গত দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে।

তিনি আরও লেখেন, একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।

দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য, যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।

কিন্তু সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোজিনা ইসলামের ন্যায়বিচার চাইলেন শাকিব

পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

বিনোদন ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলার প্রতিবাদ জানিয়েছেন দেশের অনেক তারকা। এবার বিষয়টি নিয়ে সোচ্চার হলেন ঢাকাই ছবির নাম্বার ওয়ান তারকা চিত্রনায়ক শাকিব খান। বুধবার (১৯ মে) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে শাকিব লেখেন, গত দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে।

তিনি আরও লেখেন, একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।

দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য, যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।

কিন্তু সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: