ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নোবেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

  • পোস্ট হয়েছে : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • 69

বিনোদন ডেস্ক : বিতর্ক আর নোবেল, এ যেন একে অপরের পরিপূরক। কলকাতার জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোবেলের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ তথ্য জানান।

বুধবার (১৯ মে) নিজের ফেসবুকে নাজমুল ইসলাম লেখেন, গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এ বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এদিকে জেমস, ইথুন বাবুসহ আরও কয়েকজন গুণী ব্যক্তিকে হেয় করে স্ট্যাটাস দেয়ার পর সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে অপহরণের হুমকি দেন তিনি। সেই হুমকির পর বিতর্কিত গায়ক নোবেলের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

এরপর গতকাল ১৮ মে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন নোবেল। পরবর্তীতে এরকম ভুল আর হবে না বলেও উল্লেখ করেন স্ট্যাটাসে। এরপর জেমসকে মায়ের পেটের ভাইয়ের মতো উল্লেখ করে ক্ষমা চান হালের এই বিতর্কিত গায়ক।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নোবেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

পোস্ট হয়েছে : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

বিনোদন ডেস্ক : বিতর্ক আর নোবেল, এ যেন একে অপরের পরিপূরক। কলকাতার জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোবেলের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ তথ্য জানান।

বুধবার (১৯ মে) নিজের ফেসবুকে নাজমুল ইসলাম লেখেন, গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এ বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এদিকে জেমস, ইথুন বাবুসহ আরও কয়েকজন গুণী ব্যক্তিকে হেয় করে স্ট্যাটাস দেয়ার পর সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে অপহরণের হুমকি দেন তিনি। সেই হুমকির পর বিতর্কিত গায়ক নোবেলের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

এরপর গতকাল ১৮ মে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন নোবেল। পরবর্তীতে এরকম ভুল আর হবে না বলেও উল্লেখ করেন স্ট্যাটাসে। এরপর জেমসকে মায়ের পেটের ভাইয়ের মতো উল্লেখ করে ক্ষমা চান হালের এই বিতর্কিত গায়ক।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: