ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোভিশিল্ডের দুই ডোজ ৯০ শতাংশ কার্যকর

  • পোস্ট হয়েছে : ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • 70

বিজনেস আওয়ার প্রতিবেদক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডের দুই ডোজের পূর্ণাঙ্গ কোর্স করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর বলে যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সর্বশেষ বিশ্লেষণ বলছে, কোভিশিল্ড টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর।

রয়টার্স লিখেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকাদানের ‘রিয়েল-ওয়ার্ল্ড ডেটা’ বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে পিএইচই।

করোনাভাইরাস মহামারীতে প্রথম থেকে বৃটেনও বেশ ধুঁকেছে। মৃত্যুর দিক থেকেও দেশটিকে চড়া মূল্য দিতে হয়েছে। অন্য দেশের তুলনায় সেখানে সবার আগে টিকা দেওয়া শুরু হয়।

পিএইচই বলছে, এতে টিকা প্রয়োগের প্রতিক্রিয়া ও কার্যকারিতার বিষয়ে গবেষণার জন্য বাস্তবসম্মত তথ্য পাওয়া যাচ্ছে সহজে।

সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে কোভিশিল্ড যাদের দেওয়া হয়েছে, তাদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। অন্যদিকে ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ।

টিকাদান কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য অবিশ্বাস্য এক ইতিবাচক প্রভাবের প্রতিফলন।

পিএইচই বলেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত এই টিকার কার্যকারিতা নিয়ে করা এমন বিশ্লেষণ এটাই প্রথম।

রিয়েল-ওয়ার্ল্ড ডেটা নিয়ে করা এই বিশ্লেষণটি এখনও কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি। আরো ডেটা যোগ হলে নতুন তথ্য পাওয়ার কাজের ক্ষেত্রে আরও আস্থা বাড়াবে।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কোভিশিল্ডের দুই ডোজ ৯০ শতাংশ কার্যকর

পোস্ট হয়েছে : ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডের দুই ডোজের পূর্ণাঙ্গ কোর্স করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর বলে যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সর্বশেষ বিশ্লেষণ বলছে, কোভিশিল্ড টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর।

রয়টার্স লিখেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকাদানের ‘রিয়েল-ওয়ার্ল্ড ডেটা’ বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে পিএইচই।

করোনাভাইরাস মহামারীতে প্রথম থেকে বৃটেনও বেশ ধুঁকেছে। মৃত্যুর দিক থেকেও দেশটিকে চড়া মূল্য দিতে হয়েছে। অন্য দেশের তুলনায় সেখানে সবার আগে টিকা দেওয়া শুরু হয়।

পিএইচই বলছে, এতে টিকা প্রয়োগের প্রতিক্রিয়া ও কার্যকারিতার বিষয়ে গবেষণার জন্য বাস্তবসম্মত তথ্য পাওয়া যাচ্ছে সহজে।

সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে কোভিশিল্ড যাদের দেওয়া হয়েছে, তাদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। অন্যদিকে ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ।

টিকাদান কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য অবিশ্বাস্য এক ইতিবাচক প্রভাবের প্রতিফলন।

পিএইচই বলেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত এই টিকার কার্যকারিতা নিয়ে করা এমন বিশ্লেষণ এটাই প্রথম।

রিয়েল-ওয়ার্ল্ড ডেটা নিয়ে করা এই বিশ্লেষণটি এখনও কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি। আরো ডেটা যোগ হলে নতুন তথ্য পাওয়ার কাজের ক্ষেত্রে আরও আস্থা বাড়াবে।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: