স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফী করোনায় পজিটিভ হয়েছেন শনিবার। গেলো দুই দিন শরীরে জ্বর না বড়লেও সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা। ব্যথা বাড়ায় মাশরাফীকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
প্রাথমিক অবস্থায় মাশরাফিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু সৌমেন চন্দ্র বসু।
সুত্রে জানা গেছে, মাশরাফীর এজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে। তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে। এখন পর্যন্ত মাশরাফীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
তবে হাসপাতালে স্থানান্তর নিয়ে আসলে দু ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। একটি সূত্র জানিয়েছে, হঠাৎ বুকে ব্যথা দেখা দেওয়ায় মাশরাফিকে হাসপাতালে স্থানান্তরের চিন্তাভাবনা চলছে। আরেকটি সূত্র বলছে, যেহেতু মাশরাফির অল্পবিস্তর অ্যাজমার সমস্যা রয়েছে তাই চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছে বুকের ও অন্যান্য কিছু রুটিন টেস্ট করাতে।
একটি নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে, সেই টেস্ট করাতেই সন্ধ্যায় হাসপাতালে যেতে পারেন মাশরাফি। তবে কোন কোন হাসপাতালে যাবেন মাশরাফি তা নিয়ে নিশ্চিত খবর জানাতে পারেনি সুত্রটি।
এদিকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, আসলে মাশরাফির চিকিৎসার ব্যাপারে স্বয়ং বোর্ড সভাপতি (নাজমুল হাসান পাপন) কথা বলছেন। আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ স্যারের মাশরাফিকে দেখার কথা।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২০/এ