স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয়ই প্রয়োজন ছিল অ্যাটলেটিকোর। রিয়াল মাদ্রিদ পেছন থেকে যেভাবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল, তাতে ড্র করলেও হোঁচট খেতে হতো তাদের। শেষ অবধি রিয়াল ভায়াদোলিকে ২-১ হারিয়ে লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এটি তাদের ১১তম লিগ শিরোপা জয়।
এই ম্যাচে পা হড়কালেই লা লিগা হারানোর ভয় ছিল অ্যাটলেটিকোর। কারণ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল পিছিয়ে ছিল মাত্র দুই পয়েন্ট। মুখোমুখি লড়াইয়েও জয় ছিল জিনেদিন জিদান শিষ্যদের। কিন্তু শুরুতেই কিনা তারা গোল খেয়ে বসে!
কিন্তু ৫৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেরা ও দশ মিনিট বাদে লুইস সুয়ারেজের গোলে জয় পায় তারা।
মৌসুমের শুরুর দিকে অবশ্য মনে হচ্ছিল সহজেই লিগ জিতবে অ্যাটলেটিকো। বারবার হোঁচট খাচ্ছিল রিয়াল ও বার্সা, অন্যদিকে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছিল তারা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে বদলে যেতে থাকে দৃশ্যপট। পয়েন্ট হারায় অ্যাটলেটিকো, অন্যদিকে ঘুরে দাঁড়ায় রোনাল্ড কোম্যান ও জিনেদিন জিদান শিষ্যরা।
তবে আগের রাউন্ডেই সেল্টা ভিগোর বিপক্ষে হেরে শিরোপা লড়াই থেকে বাদ পড়ে বার্সা। শেষ রাউন্ড অবধি লা লিগা জয়ের দৌড়ে থাকা রিয়াল নিজেদের শেষ ম্যাচে জিতেছে ঠিকই, কিন্তু শিরোপা জেতা হলো না তাদের। কারণ এদিকে নিজেদের কাজটা ঠিকঠাক করেছে অ্যাটলেটিকো।
৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৩৮ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর পয়েন্ট টেবিলের তিনে আছে বার্সেলোনা।
বিজনেস আওয়ার/২৩ মে, ২০২১/এ