আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৭৬৬ জন। রোববার (২৩ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এরপরই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন। তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
বিজনেস আওয়ার/২৩ মে, ২০২১/এ