বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে রোনাভাইরাস পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাগুলো হবে আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত।
রোববার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় ডিনস কমিটির এক সভায় এবারের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে।
জানা যায়, চবির চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে এবার মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৮৩ হাজার ৮৭০টি।
৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে আসন রয়েছে চার হাজার ৯২৬টি। সে হিসেবে একটি আসনের জন্য এবার প্রতিযোগিতা করবেন প্রায় ৩৭ জন শিক্ষার্থী।
বিজনেস আওয়ার/২৩ মে, ২০২১/এ