বিজনেস আওয়ার প্রতিবেদক : আগামী শনিবার (২৯ মে) থেকে সৌদিগামী সব ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদিগামী যাত্রীদের নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
তিনি আরও বলেন, যাত্রীদের ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে। অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা আগে টিকিট পাবেন।
সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে ২০ মে থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে। বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ ও জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।
বিস্তারিত তথ্য জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট, অথবা বিমান কল সেন্টার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ নম্বরে কিংবা বিমানের ফেসবুক পেজে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/এ