ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • 32

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস সরাসরি খেলতে পারবে কি না সেই সংশয় ছিলো অনেক। সেরা চারটি দলের একটি না হলে তো সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেই সমীকরণ ছিল লিগের শেষ ম্যাচ পর্যন্ত। শিরোপা লড়াই না হলেও জুভেন্টাসের কাছে বোলোনিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাই ফাইনালের চেয়েও বেশি কিছু।

আর এমন ম্যাচেই কি না জয় পেতে কোনো সমস্যা হয়নি জুভদের। বোলোনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর দল। যদিও নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হয়েছে অন্য ম্যাচের ফলের দিকেও। ন্যাপোলিকে থমকে দিয়েছে হেলাস ভেরোনা। তাতেই চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হলো তাদের।

মূলতঃ ন্যাপোলিই সৌভাগ্য এনে দিয়েছে জুভেন্টাসকে। ঘরের মাঠে তারা যদি ড্র না করতো, জয় তুলে নিতে পারতো, তাহলে তারাই উঠতো চ্যাম্পিয়ন্স লিগে, জুভরা চলে যেতো ইউরোপা লিগে।

৩৮ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৭৮। ন্যাপোলির পয়েন্ট ৭৭। চ্যাম্পিয়ন ইন্টার মিলানের পয়েন্ট ৯১, দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৭৯ এবং তৃতীয় স্থানে থাকা আটলান্টার পয়েন্টও ৭৮। জুভেন্টাসের সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে তারা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই তারা এগিয়ে ছিল ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৭ মিনিটে এল চতুর্থ গোল। চোখধাঁধানো ফর্মে থাকা ফেডেরিকো চিয়েসার গোলে ৬ মিনিটে গোল উৎসব শুরু জুভদের। এরপর ২৯ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করে দেন আলভারো মোরাতা। ৪৫ মিনিটে তৃতীয় গোল করেন আদ্রিয়েন র্যাবিওট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন আলভারো মোরাতা। ৮৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন বোলোনিয়ার রিকার্ডো ওরসোলিনি।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস সরাসরি খেলতে পারবে কি না সেই সংশয় ছিলো অনেক। সেরা চারটি দলের একটি না হলে তো সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেই সমীকরণ ছিল লিগের শেষ ম্যাচ পর্যন্ত। শিরোপা লড়াই না হলেও জুভেন্টাসের কাছে বোলোনিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাই ফাইনালের চেয়েও বেশি কিছু।

আর এমন ম্যাচেই কি না জয় পেতে কোনো সমস্যা হয়নি জুভদের। বোলোনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর দল। যদিও নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হয়েছে অন্য ম্যাচের ফলের দিকেও। ন্যাপোলিকে থমকে দিয়েছে হেলাস ভেরোনা। তাতেই চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হলো তাদের।

মূলতঃ ন্যাপোলিই সৌভাগ্য এনে দিয়েছে জুভেন্টাসকে। ঘরের মাঠে তারা যদি ড্র না করতো, জয় তুলে নিতে পারতো, তাহলে তারাই উঠতো চ্যাম্পিয়ন্স লিগে, জুভরা চলে যেতো ইউরোপা লিগে।

৩৮ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৭৮। ন্যাপোলির পয়েন্ট ৭৭। চ্যাম্পিয়ন ইন্টার মিলানের পয়েন্ট ৯১, দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৭৯ এবং তৃতীয় স্থানে থাকা আটলান্টার পয়েন্টও ৭৮। জুভেন্টাসের সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে তারা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই তারা এগিয়ে ছিল ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৭ মিনিটে এল চতুর্থ গোল। চোখধাঁধানো ফর্মে থাকা ফেডেরিকো চিয়েসার গোলে ৬ মিনিটে গোল উৎসব শুরু জুভদের। এরপর ২৯ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করে দেন আলভারো মোরাতা। ৪৫ মিনিটে তৃতীয় গোল করেন আদ্রিয়েন র্যাবিওট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন আলভারো মোরাতা। ৮৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন বোলোনিয়ার রিকার্ডো ওরসোলিনি।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: