স্পোর্টস ডেস্ক : লিলে এবং পিএসজি ছিল ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয়ের দৌড়ে। সেখানে এগিয়েই ছিল লিলে। শেষ ম্যাচে এঞ্জার্সের মাঠে গিয়ে জয় তুলে নিলো ২-১ ব্যবধানে। ফলে পিএসজির জয়-পরাজয়ের আর কোনো গুরুত্ব থাকলো না। নেইমার-এমবাপেদের আধিপত্য ভেঙে দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হলো লিলে।
পিএসজির ঘরে শিরোপা উঠতে প্রয়োজন ছিল তাদের জয় এবং লিলের অন্তত ড্র। কিন্তু তারা নিজেরা ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতলেও লিলে হোঁচট খায়নি। তারা নিজেরা জয় তুলে নিয়েছে। এ নিয়ে এটা লিলের ফ্রেঞ্চ লিগ ওয়ানের চতুর্থ শিরোপা। টানা চতুর্থ শিরোপার একেবারে কাছে গিয়েও আর জেতা হলো না নেইমারদের।
এঞ্জার্সের বিপক্ষে তাদের মাঠে গিয়ে জয় পাওয়াটা লিলের জন্য ছিল একটু কঠিনই। কোনোভাবে হোঁচট খেলেই বিপদ। ম্যাচের ১০ম মিনিটেই জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিলে। প্রথমার্ধের যোগ করা সময়ে সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন বুরাক ইয়ালমাজ। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে একটি গোলের ব্যবধান কমান এঞ্জার্সের ফুলগিনি।
বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/এ