বিনোদন ডেস্ক : কলকাতার সারেগামাপা থেকে উঠে আসা দেশের বিতর্কিত গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু। রোববার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন তিনি। যার নাম্বার ৮৯৯। গণমাধ্যমকে ইথুন বাবু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে ইথুন বাবু অভিযোগ করেন— ‘নোবেলম্যান’ ফেসবুক পেজ থেকে তাকে ‘চোর’ অ্যাখ্যায়িত করে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য তুলে ধরেছেন নোবেল।
এ বিষয়ে ইথুন বাবু বলেন, ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটি মেনে নেওয়া যায় না। এটি মানহানিকর ও লজ্জাজনক। আপাতত জিডি করলাম। মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি।
এর আগে বেসরকারী টেলিভিশন সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকির অভিযোগে নোবেলের বিরুদ্ধে জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। রাজধানীর কলাবাগান থানায় করা জিডি নম্বরটি হলো- ৭০৩
বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/এ