বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের কোন সিকিউরিটিজের ভবিষ্যতে দর বাড়বে বা কমবে ইত্যাদি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্যভাবে (হোয়াটসঅ্যাপ, ইউটিউব, লিঙ্কডিন) তথ্য ছড়ানো ব্যক্তি বা দলকে আইনের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটি গুজবকারীদের সনাক্তে ২০২১ সালের জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য তদন্ত করবে।
সোমবার (২৪ মে) বিএসইসির সহকারি পরিচালক জিয়াউর রহমান সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গুজবকারীদের সনাক্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি। এই কমিটিতে রয়েছেন- বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, সিডিবিএলের এপ্লিকেশন সাপোর্ট বিভাগের প্রধান মো. মঈনুল হক, ডিএসইর সিস্টেম অ্যান্ড মার্কেট অ্যাডমিন বিভাগের প্রধান আবু নুর মুহাম্মদ হাসানুল করিম ও ডিএসইর সার্ভেইল্যান্স বিভাগের সিনিয়র ম্যানেজার মো. মাহফুজুর রহমান।
তদন্ত কমিটিকে আগামি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গুজবকারীদের সনাক্তে জারি করা আদেশে বলা হয়েছে, বিএসইসি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার লেনদেনের বিষয়ে অনৈতিক কার্যক্রম পরিলক্ষিত করেছে। যা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য প্রতিহত করা দরকার। তাই যেসব ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গুজব ছড়ানোর কাজ করেছে এবং করছে, তাদের বিরুদ্ধে কমিশন তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে গুজবাকারীদেরকে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার জন্য গত বছরের ২ সেপ্টেম্বর নির্দেশ দেয় বিএসইসি। একইসঙ্গে বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম ও লোগো ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলে।
আরও পড়ুন…..
শিবলী কমিশনের যত পদক্ষেপ
বিএসইসির ওই নির্দেশনায় বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম ও লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়। একইসঙ্গে ভবিষ্যত দর নিয়ে যেকোন ধরনের ভবিষ্যতবাণী, অপ্রকাশিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়। কিন্তু এরপরেও অনেকে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/আরএ