স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেলেন শহিদ আফ্রিদি। পিঠের ইনজুরির কারণে মুলতান সুলতানসের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর দেখা যাবে না তাকে। সোমবার (২৪ মে) এক সংবাদ বিবৃতিতে এ খবর জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
আফ্রিদি বলেন, পিএসএলের বাকি অংশে খেলার জন্য অনুশীলন করছিলাম। তখন পিঠের নিচের দিকে ব্যথা অনুভূত হয়। ব্যথার মাত্রা বেশি অনুভব হওয়ায় চিকিৎসকের সঙ্গে কথা বলি। দূর্ভাগ্যবশত আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। যে কারণে মুলতান সুলতানসের সঙ্গে টুর্নামেন্টের আবুধাবিপর্বে যোগ দিতে পারব না।
দলের খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ। মাঠের বাইরে বসে দেখতে হবে সব। তবে আমার সমর্থন ও শুভকামনা সবসময় থাকবে দলের খেলোয়াড়দের সঙ্গে। আশা করি আমরাই চ্যাম্পিয়ন হবো।
এখন ৪১ বছর বয়সী আফ্রিদির জায়গায় ৩৪ বছর বয়সী আসিফ আফ্রিদিকে দলে নিয়েছে মুলতান। আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন এ বাঁহাতি স্পিনার।
বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ