স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার শেষ ম্যাচটি না খেলার পরও সর্বোচ্চ গোলদাতার ‘পিচিচি’ পুরস্কারটা উঠতে যাচ্ছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির হাতেই। ৩০ গোল করে সবাইকে ছাড়িয়ে এই কিংবদন্তি। করিম বেনজেমা ও জেরার্দ মরেনোর গোল ২৩টি করে।
অ্যাতলেটিকোকে শিরোপা জেতানো লুইস সুয়ারেস করেছেন ২১ গোল। এখনো খেলা বাকি এমন দলের মধ্যে সেভিয়ার ইউসেফ এন নেসাইরির গোল ১৮টি। তাই রেকর্ড অষ্টমবার আর টানা পঞ্চমবার পিচিচি উঠতে যাচ্ছে মেসির হাতেই। ইউরোপের পাঁচ লিগে এত বেশিবার কোনো লিগের সর্বোচ্চ গোলদাতা হননি আর কেউই।
বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: