ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • 29

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতে ব্যাটিঙের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হবে জয়। এই ম্যাচ জিতলে হবে ইতিহাসও। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি বাঁচামরার।

এখনো পর্যন্ত কখনো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই সেই অতৃপ্তি দূর হবে তামিম ইকবালদের। বড় সুযোগ আছে আরও একটি।এই ম্যাচ জিতলেই আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। সাত ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।

আগের ম্যাচে জয় এলেও দ্বিতীয় ম্যাচেই এসেছে দুই পরিবর্তন। অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। তাসকিন আহমেদের জায়গায় খেলবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার। যদিও পারফরম্যান্সের কারণে নয়, চোট পাওয়ায় খেলছেন না তাসকিন।

এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচে ডাক মারা মোহাম্মদ মিঠুনও। দীর্ঘদিন ধরেই তার দলে থাকা নিয়ে সমালোচনা হচ্ছিলো। অবশেষে তকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় খেলবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পোস্ট হয়েছে : ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতে ব্যাটিঙের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হবে জয়। এই ম্যাচ জিতলে হবে ইতিহাসও। অন্যদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি বাঁচামরার।

এখনো পর্যন্ত কখনো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই সেই অতৃপ্তি দূর হবে তামিম ইকবালদের। বড় সুযোগ আছে আরও একটি।এই ম্যাচ জিতলেই আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। সাত ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।

আগের ম্যাচে জয় এলেও দ্বিতীয় ম্যাচেই এসেছে দুই পরিবর্তন। অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের। তাসকিন আহমেদের জায়গায় খেলবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার। যদিও পারফরম্যান্সের কারণে নয়, চোট পাওয়ায় খেলছেন না তাসকিন।

এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচে ডাক মারা মোহাম্মদ মিঠুনও। দীর্ঘদিন ধরেই তার দলে থাকা নিয়ে সমালোচনা হচ্ছিলো। অবশেষে তকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় খেলবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: