বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৫ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টির বা ৪১.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে আরামিট সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৫.৮৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফের ৫.০১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪.৭০ শতাংশ, বিআইএফসির ৪.৬৫ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৫৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৩৩ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.২৬ শতাংশ, অলটেক্সের ৪.১২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩.৮৪ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ৩.৬৩ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এস