ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে ঈদুল আজহায়

  • পোস্ট হয়েছে : ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • 65

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শুরু হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটির শুটিং। স্বাস্থ্য বিধি মেনে শুরু হয় শুটিং। মঙ্গলবার (২৫ মে) দুপুরে চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আশিক রহমান।

এ সময় তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্য বিধি মেনে টানা ৩০দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে আমাদের। পরের ৩০দিন চলবে পোস্ট-প্রোডাকশন। আগামী ঈদুল আযহায় ‘লিডার, আমিই বাংলাদেশ’-রিলিজ হবে ইনশাআল্লাহ।

পরিচালক তপু খান বলেন, সবকিছুই আমরা প্রস্তুতি এবং পরিকল্পনা মাফিক করছি। আশা করছি সামনের দিনগুলোতেই সবকিছু ঠিক মতে পারব। ইতোমধ্যেই আমরা নায়ক শাকিব খান এবং নায়িকা বুবলীর সিনেমার লুক প্রকাশ করেছি।

ছবির নায়ক শাকিব খান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আমার পরিচালক প্রতিটি কাজ যেভাবে যত্ন নিয়ে করছে তা সত্যিই প্রশংসা যোগ্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সিনেমাটি সুন্দরভাবে করতে পারি। যারা ইউনিটে আছে, সবাই খুব স্পিডে সহযোগিতার সঙ্গে কাজটি করবেন। সে শুভ কামনাই করছি।

সিনেমার নায়িকা শবনম বুবলী বলেন, এই চলচ্চিত্রে আমার চরিত্রগুলো খুবই চ্যালেঞ্জিং। আমি সেইভাবে নিজেকে তৈরি করেছি। শুরু থেকেই সবকিছু সুন্দরভাবে হচ্ছে দেখে আমি খুবই আশাবাদী। আমরা চাই আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন দিল-এর গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি তৈরি করছেন পরিচালক তপু খান। এতে শাকিব খান-বুবলী ছাড়াও আরও অনেকে অভিনয় করবেন।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে ঈদুল আজহায়

পোস্ট হয়েছে : ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শুরু হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটির শুটিং। স্বাস্থ্য বিধি মেনে শুরু হয় শুটিং। মঙ্গলবার (২৫ মে) দুপুরে চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আশিক রহমান।

এ সময় তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্য বিধি মেনে টানা ৩০দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে আমাদের। পরের ৩০দিন চলবে পোস্ট-প্রোডাকশন। আগামী ঈদুল আযহায় ‘লিডার, আমিই বাংলাদেশ’-রিলিজ হবে ইনশাআল্লাহ।

পরিচালক তপু খান বলেন, সবকিছুই আমরা প্রস্তুতি এবং পরিকল্পনা মাফিক করছি। আশা করছি সামনের দিনগুলোতেই সবকিছু ঠিক মতে পারব। ইতোমধ্যেই আমরা নায়ক শাকিব খান এবং নায়িকা বুবলীর সিনেমার লুক প্রকাশ করেছি।

ছবির নায়ক শাকিব খান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আমার পরিচালক প্রতিটি কাজ যেভাবে যত্ন নিয়ে করছে তা সত্যিই প্রশংসা যোগ্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সিনেমাটি সুন্দরভাবে করতে পারি। যারা ইউনিটে আছে, সবাই খুব স্পিডে সহযোগিতার সঙ্গে কাজটি করবেন। সে শুভ কামনাই করছি।

সিনেমার নায়িকা শবনম বুবলী বলেন, এই চলচ্চিত্রে আমার চরিত্রগুলো খুবই চ্যালেঞ্জিং। আমি সেইভাবে নিজেকে তৈরি করেছি। শুরু থেকেই সবকিছু সুন্দরভাবে হচ্ছে দেখে আমি খুবই আশাবাদী। আমরা চাই আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন দিল-এর গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি তৈরি করছেন পরিচালক তপু খান। এতে শাকিব খান-বুবলী ছাড়াও আরও অনেকে অভিনয় করবেন।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: