ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে এসে ৫ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

  • পোস্ট হয়েছে : ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • 44

স্পোর্টস ডেস্ক : আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসাবে অস্ট্রেলিয়া। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ম্যাচের সংখ্যা ৫টিতে উন্নীত করা হয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়েছেন।

আকরাম খান বলেন, বিশ্বকাপ যেখানেই হোক, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলছি। তাদের সঙ্গে আমাদের ৩টি টি-টোয়েন্টি ছিল, সেটা পাঁচটা করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে। পাঁচটি ম্যাচ ৮-৯ দিনের মধ্যেই শেষ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি যতটা ভালো করা যায়, সেই চেষ্টাই করছি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ। আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসর ভারতে কিংবা সংযুক্ত আরব আমিরাতে বসার কথা। এ ছাড়া আগস্ট এবং অক্টবরের মধ্যবর্তী সময়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশে এসে ৫ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

পোস্ট হয়েছে : ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসাবে অস্ট্রেলিয়া। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ম্যাচের সংখ্যা ৫টিতে উন্নীত করা হয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়েছেন।

আকরাম খান বলেন, বিশ্বকাপ যেখানেই হোক, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলছি। তাদের সঙ্গে আমাদের ৩টি টি-টোয়েন্টি ছিল, সেটা পাঁচটা করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে। পাঁচটি ম্যাচ ৮-৯ দিনের মধ্যেই শেষ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি যতটা ভালো করা যায়, সেই চেষ্টাই করছি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ। আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসর ভারতে কিংবা সংযুক্ত আরব আমিরাতে বসার কথা। এ ছাড়া আগস্ট এবং অক্টবরের মধ্যবর্তী সময়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: