ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বড় শাস্তির মুখে বার্সা-রিয়াল-জুভেন্তাস

  • পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • 27

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে এখনো অটল থাকার কারণে উয়েফার বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগসহ ইউরোপীয় সব ধরণের প্রতিযোগিতা থেকে দলগুলোকে নিষিদ্ধ করার সম্ভাবনাও রয়েছে।

ইউরোপিয়ান সুপার লিগ ধারণা থেকে এখনো বাস্তবে রূপ নেয়নি। বড় নয় দল পিছু হটেছে ইতোমধ্যেই। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর জুভেন্তাস এখনো তাদের অবস্থানে অনড়। আর উয়েফার ক্ষোভ এজন্যেই।এজন্যে শাস্তিমূলক কার্যক্রমের মুখোমুখিও হতে পারে দলগুলো।

সম্প্রতি এক বিবৃতিতে উয়েফা জানায়, তথাকথিত সুপার লিগ প্রকল্পে যোগসাজশ থাকার কারণে উয়েফার পক্ষ থেকে তদন্তের পর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসের ওপর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে সে শাস্তিমূলক পদক্ষেপটা কী, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

গত ১৮ এপ্রিল আচমকাই ১২ দল নিয়ে সুপার লিগের সিদ্ধান্ত আসে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র সমালোচনা আর আন্দোলনের মুখে ছয় প্রিমিয়ার লিগ দল সরে আসে। এর কিছু পরে সরে আসে এসি মিলান আর ইন্টার মিলান; স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদও নিজেদের সরিয়ে নেয় সুপার লিগ থেকে।

সুপার লিগে ১২ শীর্ষ ইউরোপীয় দলের অংশগ্রহণ নিশ্চিত ছিল, আর বাকি চার দল নির্ধারিত হতো তাদের পারফর্ম্যান্স দিয়ে। টুর্নামেন্টের ‘প্রতিদ্বন্দ্বিতাহীন’ কাঠামোর কারণেই মূলত তোপের মুখে পড়ে এ ধারণা। শুরুটা ভক্তরা করলেও এরপর খেলোয়াড়, কোচ, এমনকি সরকারও বিরূপ প্রতিক্রিয়া জানান এতে।

এরপরই নয় ক্লাব সরে আসার ঘোষণা দিলেও রিয়াল, বার্সা আর জুভেন্তাস তাদের সিদ্ধান্তে অটল থাকে। এমনকি গত ৮ মে তাদের অবস্থানকে সমর্থন করে এক বিবৃতিতে বলা হয়, তাদেরকে ফুটবলের গড়ে ওঠা বাস্তুতন্ত্র ও তার সমস্যা সমাধানের পথে তৃতীয় পক্ষ বাধা সৃষ্টি করছে।

বিবৃতিতে দলগুলো আরও জানায়, ফুটবলের আবেদন টিকিয়ে রাখতে শিগগিরই এ নিয়ে পদক্ষেপ নেওয়া জরুরী। এই সুপার লিগ দিয়ে সেটাই করার চেষ্টায় আছে রিয়াল মাদ্রিদ, বার্সালোনা আর জুভেন্তাস।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় শাস্তির মুখে বার্সা-রিয়াল-জুভেন্তাস

পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে এখনো অটল থাকার কারণে উয়েফার বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগসহ ইউরোপীয় সব ধরণের প্রতিযোগিতা থেকে দলগুলোকে নিষিদ্ধ করার সম্ভাবনাও রয়েছে।

ইউরোপিয়ান সুপার লিগ ধারণা থেকে এখনো বাস্তবে রূপ নেয়নি। বড় নয় দল পিছু হটেছে ইতোমধ্যেই। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর জুভেন্তাস এখনো তাদের অবস্থানে অনড়। আর উয়েফার ক্ষোভ এজন্যেই।এজন্যে শাস্তিমূলক কার্যক্রমের মুখোমুখিও হতে পারে দলগুলো।

সম্প্রতি এক বিবৃতিতে উয়েফা জানায়, তথাকথিত সুপার লিগ প্রকল্পে যোগসাজশ থাকার কারণে উয়েফার পক্ষ থেকে তদন্তের পর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসের ওপর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে সে শাস্তিমূলক পদক্ষেপটা কী, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

গত ১৮ এপ্রিল আচমকাই ১২ দল নিয়ে সুপার লিগের সিদ্ধান্ত আসে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র সমালোচনা আর আন্দোলনের মুখে ছয় প্রিমিয়ার লিগ দল সরে আসে। এর কিছু পরে সরে আসে এসি মিলান আর ইন্টার মিলান; স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদও নিজেদের সরিয়ে নেয় সুপার লিগ থেকে।

সুপার লিগে ১২ শীর্ষ ইউরোপীয় দলের অংশগ্রহণ নিশ্চিত ছিল, আর বাকি চার দল নির্ধারিত হতো তাদের পারফর্ম্যান্স দিয়ে। টুর্নামেন্টের ‘প্রতিদ্বন্দ্বিতাহীন’ কাঠামোর কারণেই মূলত তোপের মুখে পড়ে এ ধারণা। শুরুটা ভক্তরা করলেও এরপর খেলোয়াড়, কোচ, এমনকি সরকারও বিরূপ প্রতিক্রিয়া জানান এতে।

এরপরই নয় ক্লাব সরে আসার ঘোষণা দিলেও রিয়াল, বার্সা আর জুভেন্তাস তাদের সিদ্ধান্তে অটল থাকে। এমনকি গত ৮ মে তাদের অবস্থানকে সমর্থন করে এক বিবৃতিতে বলা হয়, তাদেরকে ফুটবলের গড়ে ওঠা বাস্তুতন্ত্র ও তার সমস্যা সমাধানের পথে তৃতীয় পক্ষ বাধা সৃষ্টি করছে।

বিবৃতিতে দলগুলো আরও জানায়, ফুটবলের আবেদন টিকিয়ে রাখতে শিগগিরই এ নিয়ে পদক্ষেপ নেওয়া জরুরী। এই সুপার লিগ দিয়ে সেটাই করার চেষ্টায় আছে রিয়াল মাদ্রিদ, বার্সালোনা আর জুভেন্তাস।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: